গালিভার্স ট্রাভেলস | |
---|---|
পরিচালক | ডেভ ফ্লিশার |
প্রযোজক | ম্যাক্স ফ্লিশার |
রচয়িতা | |
উৎস | জোনাথন সুইফটের লেখা গালিভার'স ট্রাভেলস উপন্যাস অবলম্বনে। |
শ্রেষ্ঠাংশে |
|
চিত্রগ্রাহক | চার্লস স্কেটলার |
পরিবেশক | প্যারামাউন্ট পিকচার্স |
মুক্তি | ২২ শে ডিসেম্বর ১৯৩৯ |
স্থিতিকাল | ৭৬ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৭০০,০০০ [১] |
আয় | $৩.২৭ মিলিয়ন[২] |
গালিভার্স ট্রাভেলস ১৯৩৯ সালের মার্কিন চলচ্চিত্র। এটি প্রযোজনা করেন ম্যাক্স ফ্লিশার এবং পরিচালনা করেন ডেভ ফ্লিশার।এটি ২২ শে ডিসেম্বর ১৯৩৯ যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে প্যারামাউন্ট পিকচার্স এর মাধ্যমে মুক্তি পায়।[৩] সিনেমাটির চিত্রনাট্য লেখা হয় ১৮শ শতকে লেখা জনাথন সুইফট এর উপন্যাস গালিভার্স ট্রাভেলস এর ১ম অংশের লিলিপুট এন্ড ব্লেপুসকো থেকে।
প্রমুখ।
"ইট'স এ হ্যাপ হ্যাপ হ্যাপী ডে" গানটি ছাড়া বাকি গানসমূহ রচনা করেন লিও রবিন এবং কম্পোজ করেন রালফ রেইঞ্জার। "ইট'স এ হ্যাপ হ্যাপ হ্যাপী ডে" গানটি রচনা করেন সামি টিমাবার্গ, আল নিবার্গ এবং উইন্সটন শার্পলস।[৪]