গুজারগাহি নুর Guzargahi Nur گذرگاه نور | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান[১] | |
স্থানাঙ্ক: ৩৬°১৩′৪৮″ উত্তর ৬৯°৩৪′১২″ পূর্ব / ৩৬.২৩০০০° উত্তর ৬৯.৫৭০০০° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | বাগলান প্রদেশ |
জনসংখ্যা (২০১২) | |
• মোট | ৯,৯০০ |
গুজারগাহি নুর অথবা গোজারগাহ-ই-নূর আফগানিস্তানের বাগলান প্রদেশের অন্যতম একটি জেলা।[২] ২০০৫ সালে এটি খোস্ত ওয়া ফিরিং জেলার অংশ হিসেবে গঠন করা হয়েছিল।
২০১৪ সালের ০৬ জুন তারিখ বন্যার ফলে উত্তর-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের বাগালান প্রদেশে গুজরাগার-এ-নূর জেলার কয়েকটি গ্রাম বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আফগান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর রিপোর্ট অনুযায়ী, ৮১ জন বন্যার কবলে পড়ে মৃত্যুবরণ করেন, ৩৫ জন আহত হন, ৭ জনকে গুরুতরভাবে চিকিৎসার জন্য প্রাদেশিক হাসপাতালে পাঠানো হয়েছিল।[৩]
আফগানিস্তানের, বাগলান প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |