গুরমিত কৌর রাই (জন্ম ২০শে জুন, ১৯৭০) ভারতের একজন অবসরপ্রাপ্ত মহিলা বর্শা নিক্ষেপকারী । তার ব্যক্তিগত সেরা থ্রোটি হল (৫৮.৬৪ মিটার), যা ২০০০ সালে ১৭ই জুলাই বেঙ্গালুরুতে নিক্ষেপ করেন। ২০১৪ সালে অন্নু রানী তার রেকর্ডটি ভঙ্গ করেন। [১] গুরমিত ২০০০ গ্রীষ্মকালীন সিডনি অলিম্পিকে ভারতের হয়ে বর্শা নিক্ষেপ ক্রীড়াতে প্রতিনিধিত্ব করেন। ক্রীড়াবিদ রূপে তার সাফল্যের জন্যে তিনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার অর্জুন পুরস্কার লাভ করেছেন।
বছর | প্রতিযোগিতা | ঘটনাস্থল | স্থান | নোট |
---|---|---|---|---|
প্রতিনিধিত্ব ভারত | ||||
1998 | এশিয়ান চ্যাম্পিয়নশিপ | Fukuoka, Japan | তৃতীয় | ৫৫.৩৫ মিটার |
১৯৯৮ এশিয়ান গেমস | ব্যাঙ্কক,থাইল্যান্ড | তৃতীয় | ৫৯.০০ মিটার | |
১৯৯৯ | বিশ্ব চ্যাম্পিয়নশিপ | সেভিল,স্পেন | ২৬ তম | ৫১.৯৭ মিটার |
২০০০ | এশিয়ান চ্যাম্পিয়নশিপ | জাকার্তা,ইন্দোনেশিয়া | দ্বিতীয় | ৫৫.৬৫ মিটার |
২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিক | সিডনি,অস্ট্রেলিয়া | ৩২ তম | ৫২.৭৮ মিটার | |
২০০৩ | আফ্রো-এশিয়ান গেমস | হায়দ্রাবাদ,ভারত | দ্বিতীয় | ৫৩.৩৭ মিটার |
২০০৪ | দক্ষিণ এশীয় গেমস | ইসলামাবাদ,পাকিস্তান | দ্বিতীয় | ৫১.২৭ মিটার |
২০০৬ | দক্ষিণ এশীয় গেমস | কলম্বো,শ্রীলঙ্কা | তৃতীয় | ৪৬.৪৫ মিটার |