গুলজার আহমেদ (জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৫৭) একজন পাকিস্তানি আইনজীবী ও পাকিস্তানের ২৭ তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। [১]
গুলজার আহমেদ گلزار احمد | |
---|---|
পাকিস্তানের প্রধান বিচারপতি | |
কাজের মেয়াদ ২১ ডিসেম্বর ২০১৯ – ১ ফেব্রুয়ারি ২০২২ | |
নিয়োগদাতা | আরিফ আলভী |
পূর্বসূরী | আসিফ সাঈদ খান খোসা |
উত্তরসূরী | উমর আতা বন্দিয়াল |
পাকিস্তান সুপ্রিম কোর্ট সিনিয়র বিচারক | |
কাজের মেয়াদ ১৮ জানুয়ারি ২০১৯ – ২০ ডিসেম্বর ২০১৯ | |
পূর্বসূরী | আসিফ সাঈদ খান খোসা |
উত্তরসূরী | মুসাইয়র আলম |
বিচারক পাকিস্তান সুপ্রিম কোর্ট | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৬ নভেম্বর ২০১১ | |
নিয়োগদাতা | আসিফ আলি জারদারি |
বিচারক সিন্ধু উচ্চ আদালত | |
কাজের মেয়াদ ২৭ আগস্ট ২০০২ – ১৬ নভেম্বর ২০১১ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | করাচী, সিন্ধু প্রদেশ, পাকিস্তান | ২ ফেব্রুয়ারি ১৯৫৭
জাতীয়তা | ![]() |
পিতা | নুর মোহাম্মদ |
প্রাক্তন শিক্ষার্থী | সরকারি জাতীয় কলেজ করাচি (বি.এ) সিন্ধু মুসলিম ল কলেজ |
গুলজার আহমেদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও সিন্ধু হাইকোর্ট আইনজীবী সমিতির আইনজীবী ছিলেন। সেখান থেকে তিনি সিন্ধু হাইকোর্টের বিচারপতি হন এবং তারপরে ১৬ নভেম্বর ২০১১-তে পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে নিয়োগ পান .[২] । পানামা পেপারস মামলার বিভক্ত রায়তে পানামা পেপারস মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে পাঁচ বিচারকের বেঞ্চের বিচারপতি তিনি ছিলেন [৩] । তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং পাকিস্তানের জুডিশিয়াল কমিশনের সদস্য তিনি।
২১ ডিসেম্বর ২০১৯, তিনি পাকিস্তানের ২৭ তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন [১] ।