টোট্টেমপুরি গোপিচাঁদ | |
---|---|
জন্ম | টোট্টেমপুরি গোপিচাঁদ ১২ জুন ১৯৭৯[১] |
অন্যান্য নাম | মারমুখী ধাঁচের তারকা [২] Macho Star[৩][৪][৫] |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০১ – বর্তমান |
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[৬] |
দাম্পত্য সঙ্গী | রেশমা |
সন্তান | ভিরাট কৃষ্ণা (পুত্র)[৭] |
পিতা-মাতা | টোট্টেমপুরি কৃষ্ণা |
পরিবার | শ্রীকান্ত (চাচা) |
ওয়েবসাইট | www |
টোট্টেমপুরি গোপিচাঁদ (জন্মঃ ১২ই জুন ১৯৭৯ সাল), অধিকতর গোপিচাঁদ নামেই বেশি পরিচিত, হলেন একজন তেলুগু ছবির অভিনেতা। তিনি হলেন টলিউডের সেরা প্রধান চরিত্রের একজন এবং মারপিটে ধাঁচের তারকাদের মধ্যে তিনি অন্যতম জনপ্রিয়[২] এবং মাচো তারকা।[৩]
তিনি চলচ্চিত্র নির্মাতা টি. কৃষ্ণার ছোট ছেলে এবং গোপিচন্দের যখন আঁট বছর বয়স তখন তিনি মৃত্যুবরণ করেন। চেন্নাই, তামিল নাডুতে তার অধ্যয়ন শেষ করেন। তিনি রাশিয়াতে ইঞ্জিনিয়ার ডিগ্রী নেন।[৮] তার বড় ভাই হলেন, টি. টোট্টেমপুরি মুথিয়ালা শুভ্যালয় (Mutyala Subbayya)-এর একজন সহকারী পরিচালক হিসেবে কাজ সম্পাদন করেছিলেন।
তিনি ১২ই মে ২০১৩ সালে রেশমাকে বিয়ে করেন, যিনি হলেন মেকা শ্রীকান্ত-এর ভাইয়ের মেয়ে।[৯] তাদের পুত্র সন্তান প্রাপ্তি ঘটে যার নাম ভিরাট কৃষ্ণা।[৭]
সাল | ছবির নাম | ভূমিকায় | টীকা |
---|---|---|---|
২০০১ | থোলি ভালাপু | প্রেম | |
২০০২ | জয়াম | রঘু | |
২০০৩ | জয়াম | রঘু | তামিল ছবি, জয়াম-ছবির পুনর্নির্মাণ। |
নিজাম | দেভুদু | ||
২০০৪ | ভার্ষাম | ভদ্দ্রন্না | |
ইয়াগনাম | সেনু | ||
২০০৫ | আন্দ্রুদু | সুরেন্দ্র | |
২০০৬ | রানাম | চিন্না | |
রারাজু | কালি | ||
২০০৭ | অক্কাদুনাডু | কিরণ | |
লক্ষাম | চান্দু | ||
২০০৮ | ওন্তারি | বংশী | |
সুরিয়াম | বিজয় | ||
২০০৯ | সাঙ্খয়াম | চান্দু | |
২০১০ | গোলিমার | গঙ্গারাম/ গঙ্গা ভাই | |
২০১১ | ওয়ান্টেড | রাম বাবু | |
মগুদু | রাম প্রসাদ/বুজ্জি | ||
২০১৩ | সহসাম | গৌতম | |
২০১৪ | লৌক্যাম | ভেঙ্কটেস্শরলু/ ভেঙ্কি | |
২০১৫ | জিল | জয় | |
সৌক্যায়াম | শ্রীনিভাসলু/সেনু | ||
২০১৭ | গৌতম নন্দ | গৌতম ঘট্টমানেনি ও নন্দ কিশোর | |
অক্সিজেন | কাজ চলছে | ||
আরাদুগুলা বুলেট | Post production |