গোলাপি আমরুল Oxalis debilis Pink woodsorrel | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
শ্রেণীবিহীন: | Angiosperms |
শ্রেণীবিহীন: | Eudicots |
শ্রেণীবিহীন: | Rosids |
বর্গ: | Oxalidales |
পরিবার: | Oxalidaceae |
গণ: | Oxalis |
প্রজাতি: | O. debilis |
দ্বিপদী নাম | |
Oxalis debilis Kunth[১] |
গোলাপি আমরুল, (ইংরেজি: pink woodsorrel), (বৈজ্ঞানিক নাম: Oxalis debilis)[২] হচ্ছে Oxalidaceae পরিবারের Oxalisগণের একটি তৃণ।[১]
গোলাপি আমরুল এর আদিনিবাস দক্ষিণ-আমেরিকা। তবে ভারত উপমহাদেশে এ-উদ্ভিদ ছিল তার প্রমাণ বেদ ও চড়ক সংহিতায় পাওয়া যায়।
আমরুল শাক ১৫ ইঞ্চি পর্যন্ত লম্বা পায়। ২/৩ ইঞ্চি ডগার উপর ফুল ফোটে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে ফুল ফোটে। ফুলের রং গোলাপি কিংবা হলুদ হয় এবং পাঁচটি পাঁপড়ি যুক্ত। ফলকোষ সরু ও লম্বা। ১ সেন্টিমিটার লম্বা ফলকোষে অসংখ্য বীজ থাকে।