গ্যু-স্গ্রা-স্ন্যিং-পো পূর্ব তিব্বতের গ্যালমো-ৎসাওয়ে-রং বা গ্যারং রাজ্যের রাজপুত্র ছিলেন। গ্যারং রাজ্যে তিনি বৌদ্ধ ধর্ম গুরু বে-রো-ত্সা-নার কাছে শিক্ষা লাভ করেন। তার শিক্ষায় গ্যু-স্গ্রা-স্ন্যিং-পো বৌদ্ধ ধর্মের একজন পণ্ডিত ও অনুবাদক হয়ে ওঠেন। এরপরে তিনি মধ্য তিব্বত যাত্রা করে পদ্মসম্ভবের শিষ্যত্ব গ্রহণ করে অতিযোগ তত্ত্বের চিত্তবর্গ ও অভ্যন্তরবর্গ শিক্ষার একজন পণ্ডিত হয়ে ওঠেন। [১]
গ্যু-স্গ্রা-স্ন্যিং-পোর অনেকগুলি গ্রন্থ তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন, কিন্তু তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল ফ্যি গ্যুর ব্চু গ্সুম নামক তেরোটি গ্রন্থের সমাহার। [২] এই গ্রন্থগুলি হল -
র্ত্সে-মো-ব্যুং-র্গ্যাল (তিব্বতি: རྩེ་མོ་བྱུང་རྒྱལ, ওয়াইলি: rtse mo byung rgyal)
র্দ্জোগ্স-পা-স্প্যি-স্প্যোদ (তিব্বতি: རྫོགས་པ་སྤྱི་སྤྱོད, ওয়াইলি: rdzogs pa spyi spyod)
য়িদ-ব্ঝিন-নর-বু (তিব্বতি: ཡིད་བཞིན་ནོར་བུ, ওয়াইলি: yid bzhin nor bu)
কুন-তু-রিগ-পা (তিব্বতি: ཀུན་ཏུ་རིག་པ, ওয়াইলি: kun tu rig pa)
র্জে-ব্ত্সন-দাম-পা (তিব্বতি: རྗེ་བཙན་དམ་པ་, ওয়াইলি: rje btsan dam pa)
স্গোম-পা-দোন-গ্রুব (তিব্বতি: སྒོམ་པ་དོན་གྲུབ, ওয়াইলি: sgom pa don grub)
এই তেরোটি গ্রন্থের তালিকার মধ্যে কিছু তারতম্য লক্ষ্য করা গেছে। দ্বাদশ শতাব্দীর ন্যাং-রাল-ন্যি-মা-ওদ্-জের লেখা পদ্মসম্ভবের জীবনী জাংস-গ্লিং-মা ও অপর একটি ধর্মীয় পুস্তক মে-তোগ-স্ন্যিং-পো গ্রন্থে দুই ধরনের তালিকা দেওয়া হয়েছে। [৩]
↑Mindrolling International (2010). "The History of Mindrolling: Part III". Source: [১]ওয়েব্যাক মেশিনেআর্কাইভকৃত ১৩ জুলাই ২০১০ তারিখে (accessed: Thursday April 15, 2010)
↑Liljenberg, Karen (October, 2009). "On the history and identification of two of the Thirteen Later Translations of the Dzogchen Mind Series." Revue d’Etudes Tibétaines, Number 17, Octobre 2009. Source: [৩] (accessed: Thursday April 15, 2010), p.51