ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | গ্লেন মেইটল্যান্ড টার্নার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ডুনেডিন, ওতাগো, নিউজিল্যান্ড | ২৬ মে ১৯৪৭|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান, অধিনায়ক, কোচ, প্রশাসক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ১৭৪) | ২৭ ফেব্রুয়ারি ১৯৬৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১১ মার্চ ১৯৮৩ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ৯) | ১১ ফেব্রুয়ারি ১৯৭৩ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ২০ জুন ১৯৮৩ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৭৭/৭৮-১৯৮২/৮৩ | ওতাগো ভোল্টস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৭৬/৭৭ | নর্দার্ন ডিস্ট্রিক্টস নাইটস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৬৭-১৯৮২ | ওরচেস্টারশায়ার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৬৭ | মেরিলেবোন ক্রিকেট ক্লাব | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৬৪/৬৫ - ১৯৭৫/৭৬ | ওতাগো | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২২ এপ্রিল ২০১৪ |
গ্লেন মেইটল্যান্ড টার্নার (ইংরেজি: Glenn Turner; জন্ম: ২৬ মে, ১৯৪৭) ওতাগোর ডুনেডিনে জন্মগ্রহণকারী সাবেক ও বিখ্যাত নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা, কোচ ও প্রশাসক। তাকে নিউজিল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাপেক্ষা নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে মনে করা হয়। নিউজিল্যান্ড ক্রিকেট দলের হয়ে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও তিনি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন।
১৯৮০-এর দশকের মধ্যভাগে নিউজিল্যান্ড দলের কোচ ছিলেন ও অস্ট্রেলিয়া দলের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ বিজয়ে নেতৃত্ব দেন গ্লেন টার্নার। বর্তমানে তিনি নিউজিল্যান্ড ক্রিকেটে দল নির্বাচকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করছেন।
ওতাগো বয়েজ হাই স্কুলে অধ্যয়ন করেন টার্নার। তার ভাই ব্রায়ান টার্নার কবি ও গল্ফার। স্ত্রী ডেম সুখি টার্নার ডুনেডিনের সাবেক মেয়র।
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশীপে ওরচেস্টারশায়ারের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। সর্বমোট ৪৫৫টি প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণ করে ৩৪,৩৪৬ রান সংগ্রহ করেন। ৪৯.৭০ রান গড়ে ১০৩টি শতক তুলে নেন। ডোনাল্ড ব্র্যাডম্যান, জহির আব্বাস ও ভিভ রিচার্ডসের পর চারজন ইংরেজবিহীন খেলোয়াড়ের মধ্যে তিনি অন্যতম, যিনি সেঞ্চুরির সেঞ্চুরি করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম খেলোয়াড় হিসেবে ১৯৭৩ সালে মে মাসের পূর্বেই ইংল্যান্ডের কাউন্টিতে ওরচেস্টারশায়ারের পক্ষে এক হাজার প্রথম-শ্রেণীর রান সংগ্রাহক হয়েছেন। এরপর ১৯৮৮ সালে গ্রেইম হিক এ কৃতিত্ব অর্জন করেন। কেবলমাত্র আটজন ব্যাটসম্যান এ কৃতিত্ব অর্জন করলেও সফরকারী দলের সাথে ভ্রমণরত অবস্থায় গ্লেন টার্নার ও ডন ব্র্যাডম্যান এ কৃতিত্বের দাবীদার।[১] এছাড়াও তিনি দলীয় ইনিংসের ৮৩.৪৩% রান সংগ্রহ করে রেকর্ডের আসনে রয়েছেন। ১৯৭৭ সালে সোয়ানসীতে গ্ল্যামারগনের বিপক্ষে ওরচেস্টারশায়ার ১৬৯ রানে আউট হয়। তিনি ১৪১* রান করে অপরাজিত ছিলেন। বাদ-বাকী ব্যাটসম্যানেরা মাত্র ২৭ রান করেন ও একটি অতিরিক্ত রান ছিল।[২]
১৯৭১-৭২ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ গমন করেন। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দূর্দান্ত খেলা উপহার দেন। গায়ানায় অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে ব্যাটিং উদ্বোধনে নেমে ২৫৯ রানের ব্যক্তিগত সেরা ইনিংস উপহার দেন। এ পর্যায়ে টেরি জার্ভিসের (১৮২) সাথে ৩৮৭ রানের রেকর্ডসংখ্যক জুটি গড়েন। ঐ খেলাটি ড্রয়ে পরিণত হয়েছিল।
গ্লেন টার্নারের টেস্ট শতকসমূহ[৩] | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | রান | খেলা | প্রতিপক্ষ | শহর/দেশ | মাঠ | সাল | ফলাফল |
১ | ১১০ | ৯ | পাকিস্তান | ঢাকা, বাংলাদেশ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | ১৯৬৯ | ড্র |
২ | ২২৩* | ১২ | ওয়েস্ট ইন্ডিজ | কিংস্টন, জামাইকা | সাবিনা পার্ক | ১৯৭২ | ড্র |
৩ | ২৫৯ | ১৫ | ওয়েস্ট ইন্ডিজ | জর্জটাউন, গায়ানা | বোর্দা | ১৯৭২ | ড্র |
৪ | ১০১ ১১০* |
২৬ | অস্ট্রেলিয়া | ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড | ল্যাঙ্কাস্টার পার্ক | ১৯৭৪ | জয় |
৫ | ১১৭ | ৩১ | ভারত | ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড | ল্যাঙ্কাস্টার পার্ক | ১৯৭৬ | ড্র |
৬ | ১১৩ | ৩৬ | ভারত | কানপুর, ভারত | গ্রীন পার্ক স্টেডিয়াম | ১৯৭৬ | ড্র |
গ্লেন টার্নারের ওডিআই শতকসমূহ[৪] | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | রান | খেলা | প্রতিপক্ষ | শহর/দেশ | মাঠ | সাল | ফলাফল |
১ | ১৭১* | ৮ | পূর্ব আফ্রিকা | বার্মিংহাম, ইংল্যান্ড | এজবাস্টন | ১৯৭৫ | জয় |
২ | ১১৪* | ১০ | ভারত | ম্যানচেস্টার, ইংল্যান্ড | ওল্ড ট্রাফোর্ড | ১৯৭৯ | জয় |
৩ | ১৪০ | ৩৫ | শ্রীলঙ্কা | অকল্যান্ড, নিউজিল্যান্ড | ইডেন পার্ক | ১৯৮৩ | জয় |
ক্রীড়া অবস্থান | ||
---|---|---|
পূর্বসূরী বেভান কংডন |
নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট অধিনায়ক ১৯৭৫/৭৬ - ১৯৭৬/৭৭ |
উত্তরসূরী মার্ক বার্জেস |
পূর্বসূরী নরম্যান গিফোর্ড |
ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট অধিনায়ক ১৯৮১ |
উত্তরসূরী ফিল নীল |