Ghormach District غورماچ | |
---|---|
Location in Afghanistan | |
স্থানাঙ্ক: ৩৫°৪৩′৩২″ উত্তর ৬৩°৪৭′২২″ পূর্ব / ৩৫.৭২৫৫৬° উত্তর ৬৩.৭৮৯৪৪° পূর্ব | |
Country | Afghanistan |
Province | Faryab Province |
Seat | Ghormach |
আয়তন | |
• মোট | ৮০৪ বর্গমাইল (২,০৮৩ বর্গকিমি) |
জনসংখ্যা (2003) | |
• মোট | ৫২,৫৬৬ |
ঘরমাচ (পশতু: غورماچ ولسوالۍ) আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলী অঞ্চলে অবস্থিত একটি জেলা। জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে ঘরমচ।
২০০৩ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী ঘরমাচ জেলার জনসংখ্যার প্রায় ৫২,৫৬৬ জন এর মত। আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় (এমআরআরডি) জেলাটির তথ্যনুসন্ধানের ভিত্তিতে, পশতুন মোট জনসংখ্যার ৯৭%, এরপর ২% তাজিক এবং মাত্র ১% বেলুচ সম্প্রদায়ের লোকজনের বসতি রয়েছে এখানে।[১]
২০০৮ সালে, ঘরমাচকে বাদগিস প্রদেশ থেকে ফারিয়াব প্রদেশে স্থানান্তরিত করা হয়। ফারিয়াব কর্তৃক পরিচালিত সকল প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে।
জেলাটিতে ১টি উচ্চ বিদ্যালয়, ২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]