চট্টোপাধ্যায়

চট্টোপাধ্যায় বা চ্যাটার্জী একটি বাঙালি হিন্দু পারিবারিক নাম, যা মূলত ভারতে পঞ্চ-গৌড় ব্রাহ্মণরা ব্যবহার করে এবং বাঙালি ব্রাহ্মণ বর্ণের সঙ্গে যুক্ত।[] চ্যাটার্জী হলচট্টোপাধ্যায়ের ইংরেজিকৃত বৈকল্পিক বানান।[] ইংরেজি ভাষার বানানের মধ্যে রয়েছে চ্যাটার্জি (Chatterjee/Chatarji/Chatterji/Chaterjee/Chatterjea) এবং চট্টোপাধ্যায় (Chattopadhyay/Chattopadhyaya)।[][][][][] ব্যানার্জী, মুখার্জী, গাঙ্গুলী, চ্যাটার্জিদের সাথে একত্রে কুলিন ব্রাহ্মণ গঠিত, যা বাঙালি বর্ণ ব্যবস্থার সর্বোচ্চ স্তর।[] তারা কশ্যপ গোত্রের অন্তর্গত।

উল্লেখযোগ্য চট্টোপাধ্যায়

[সম্পাদনা]
  • অভিষেক চট্টোপাধ্যায়  – বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা
  • আবীর চট্টোপাধ্যায় – অভিনেতা
  • অধর কুমার চ্যাটার্জি – ভারতীয় নৌবাহিনীর সাবেক নৌ-প্রধান (১৯৬৬-১৯৭০)
  • অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় – মুক্তিযোদ্ধা
  • অমিতাভ চট্টোপাধ্যায় - জীববিজ্ঞানী
  • অমিতাভ চট্টোপাধ্যায় - ইনসিড মার্কেটিং এবং ইনোভেশনের অধ্যাপক
  • অঙ্গনা পি চ্যাটার্জী - নৃবিজ্ঞানী, কর্মী এবং নারীবাদী ইতিহাসবিদ
  • অনিল চট্টোপাধ্যায় – অভিনেতা
  • অনিন্দ চ্যাটার্জী - তবলা বাদক
  • অঞ্জন চট্টোপাধ্যায় - সেতার উস্তাদ
  • অঞ্জন চ্যাটার্জী (স্নায়ুবিজ্ঞানী) - জ্ঞানীয় স্নায়ুবিজ্ঞানী
  • অরুপ চ্যাটার্জি - ব্রিটিশ ভারতীয় নাস্তিক, চিকিৎসক, মাদার তেরেসা: দ্য আনটোল্ড স্টোরি এর লেখক
  • আশিম চ্যাটার্জী - রাজনীতিবিদ এবং কর্মী
  • অসীমা চ্যাটার্জী - ভারতীয় জৈব রসায়নবিদ এবং দ্বিতীয় মহিলা যিনি একটি ভারতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বিজ্ঞান ডক্টরেট প্রদান করেন
  • অতুল চন্দ্র চ্যাটার্জী - ভারতীয় কূটনীতিক এবং সরকারি কর্মকর্তা। ১৯২৫-১৯৩১ পর্যন্ত যুক্তরাজ্যে ভারতীয় হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • বামাচরণ চট্টোপাধ্যায় - মা তারার প্রবল ভক্ত, যাকে ভগবান শিবের অবতার হিসেবেও বিবেচনা করা হয়
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - ভারতীয় দেশপ্রেমিক, লেখক, কবি এবং সাংবাদিক এবং ভারতের জাতীয় গান বন্দে মাতরমের সুরকার।
  • বসু চ্যাটার্জী - চলচ্চিত্র পরিচালক
  • ভাস্বর চ্যাটার্জী - ভারতীয় অভিনেতা
  • বিশ্বজিৎ চ্যাটার্জী - বলিউড অভিনেতা
  • দেববর্তা চ্যাটার্জী - উদ্ভিদবিদ
  • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় - লেখক, দার্শনিক
  • দেবজানি চ্যাটার্জী -ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কবি
  • ধৃতিমান চ্যাটার্জী - অভিনেতা
  • ধ্রুব চ্যাটার্জী - হিন্দি চলচ্চিত্রের লেখক এবং চিত্রনাট্য লেখক
  • দীপঙ্কর চ্যাটার্জী - আণবিক জীববিজ্ঞানী
  • গদাধর চট্টোপাধ্যায়- শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, দক্ষিণ কালীর ভক্ত এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের পুরোহিত।
  • গৌতম চট্টোপাধ্যায়– সঙ্গীতজ্ঞ
  • হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়- কবি, অভিনেতা এবং সরোজিনী নাইডুর ভাই
  • যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়– ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, কর্মী এবং রাজ্যসভার সদস্য
  • জয়া চ্যাটার্জী - দক্ষিণ এশিয়ার ইতিহাসের অধ্যাপক
  • কমলাদেবী চট্টোপাধ্যায়– সমাজ সংস্কারক
  • ক্ষেত্রেশ চন্দ্র চট্টোপাধ্যায় - সংস্কৃত পণ্ডিত
  • মিরাই চ্যাটার্জী - ভারতীয় সমাজকর্মী
  • মৌস্মী চ্যাটার্জী - বলিউড অভিনেত্রী
  • নীল চ্যাটার্জি - মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এনার্জি রেগুলেটরি কমিশনের বর্তমান চেয়ারম্যান
  • পরমব্রত চট্টোপাধ্যায়– অভিনেতা
  • পার্থ চট্টোপাধ্যায় - পণ্ডিত এবং লেখক
  • পিয়া চট্টোপাধ্যায় - কানাডিয়ান সম্প্রচারকারী
  • প্রতাপ চ্যাটার্জী - সাংবাদিক এবং লেখক
  • প্রিয়দর্শিনী চ্যাটার্জী - মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৬
  • প্রিয়াংশু চ্যাটার্জি - বলিউড অভিনেতা
  • প্রসেনজিৎ চট্টোপাধ্যায়– অভিনেতা
  • পুলোক চ্যাটার্জী - প্রাক্তন আমলা এবং ভারতের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব (২০১১-২০১৪)
  • পূর্ণেন্দু চ্যাটার্জী - ব্যবসায়ী, টিসিজির প্রতিষ্ঠাতা
  • রামানন্দ চ্যাটার্জী - প্রতিষ্ঠাতা, সম্পাদক, এবং আধুনিক পর্যালোচনার মালিক, তাকে ভারতীয় সাংবাদিকতার জনক হিসাবে বর্ণনা করা হয়েছে।
  • সাবিত্রী চ্যাটার্জী - ভারতীয় বাঙালি মহিলা অভিনেত্রী
  • শঙ্কর চ্যাটার্জী - জীবাশ্মবিদ
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ব্রিটিশ ভারতীয় লেখক
  • সরোজিনী নায়ডু ওরফে চট্টোপাধ্যায় - মুক্তিযোদ্ধা, কবি
  • শাশ্বত চট্টোপাধ্যায়– অভিনেতা
  • শক্তি চট্টোপাধ্যায়– কবি
  • শেখর চ্যাটার্জী - উদ্যোক্তা
  • শিবা পি চ্যাটার্জী - অধ্যাপক, আন্তর্জাতিক ভৌগোলিক ইউনিয়নের সাবেক সভাপতি
  • সোমনাথ চট্টোপাধ্যায়– বিশিষ্ট আইনজীবী এবং লোকসভার প্রাক্তন স্পিকার
  • সৌমিত্র চট্টোপাধ্যায়– অভিনেতা
  • সৌরভ চট্টোপাধ্যায় - গণিতবিদ
  • শোভন চট্টোপাধ্যায়– কলকাতা শহরের প্রাক্তন মেয়র
  • শ্রাবন্তী চট্টোপাধ্যায়– অভিনেত্রী
  • শুভেন্দু চ্যাটার্জী – অভিনেতা
  • শুভদীপ চ্যাটার্জী - আণবিক জীববিজ্ঞানী
  • সুদীপ চ্যাটার্জী - চিত্রগ্রাহক
  • সুদীপ চট্টোপাধ্যায় - জীববিজ্ঞানী
  • সুমন চ্যাটার্জি (বর্তমানে কবির সুমন) – সঙ্গীতজ্ঞ
  • সুনীতিকুমার চট্টোপাধ্যায়– ভারতীয় ভাষাবিদ, শিক্ষাবিদ এবং সাহিত্যিক
  • স্বপন চট্টোপাধ্যায় - ককক্রফট ইনস্টিটিউটের পরিচালক
  • তন্নিষ্ঠা চ্যাটার্জী– অভিনেত্রী
  • উপমন্যু চ্যাটার্জী - লেখক
  • উৎপল চ্যাটার্জী - ক্রিকেটার
  • উত্তম কুমার (অরুণ চ্যাটার্জি) - অভিনেতা
  • বিক্রম চ্যাটার্জী - বিখ্যাত টেলিভিশন ব্যক্তিত্ব
  • বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় - সক্রিয়কর্মী

আরও দেখুন

[সম্পাদনা]
  • কুলিন ব্রাহ্মণ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Hanks, Patrick (২০০৩-০৫-০৮)। "Chatterjee"Dictionary of American Family Names: 3-Volume Set (ইংরেজি ভাষায়)। Oxford University Press, USA। পৃষ্ঠা 320। আইএসবিএন 9780195081374 
  2. Rodrigues, Hillary (২০০৩)। Ritual Worship of the Great Goddess: The Liturgy of the Durga Puja with Interpretations (ইংরেজি ভাষায়)। SUNY Press। পৃষ্ঠা 320। আইএসবিএন 9780791488447 
  3. Joshi, Priya (২০০২-০৪-২৪)। In Another Country: Colonialism, Culture, and the English Novel in India (ইংরেজি ভাষায়)। Columbia University Press। পৃষ্ঠা 283আইএসবিএন 9780231500906 
  4. Institutions, International Federation of Library Associations and (২০১৩-০৬-২১)। "Bengali"Names of Persons: National Usages for Entry in Catalogues (ইংরেজি ভাষায়)। Walter de Gruyter GmbH & Co KG। পৃষ্ঠা 21। আইএসবিএন 9783110974553 
  5. Chatterji, Bankim Chandra; Caṭṭopādhyāẏa, Baṅkimacandra (২০০৫)। "Introduction"Ānandamaṭh, Or, The Sacred Brotherhood (ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃষ্ঠা 5। আইএসবিএন 9780195178579 
  6. Chakraborty, Paulomi (২০১৮-০৭-২৭)। The Refugee Woman: Partition of Bengal, Gender, and the Political (ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃষ্ঠা 270। আইএসবিএন 9780199095391 
  7. Krishna consciousness in the West। David G. Bromley, Larry D. Shinn, International Society for Krishna Consciousness। Bucknell University Press। ১৯৮৯। আইএসবিএন 0-8387-5144-Xওসিএলসি 17984402