চম্পক জৈন | |
---|---|
জন্ম | আনু. ১৯৬৭ |
মৃত্যু | ৩১ অক্টোবর ২০১৯ (বয়স ৫২) |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | চলচ্চিত্র প্রযোজক |
চম্পক জৈন (আনু. ১৯৬৭ – ৩১ অক্টোবর ২০১৯) একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ছিলেন যিনি অনেক হিন্দি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তিনি ভেনাস রেকর্ডস অ্যান্ড টেপস প্রাইভেট লিমিটেডের মালিক ছিলেন।
চম্পক জৈন ভেনাস রেকর্ডস অ্যান্ড টেপস প্রাইভেট লিমিটেডের মালিক ছিলেন।[১][২][৩] তিনি খিলাড়ি (১৯৯২), মেঁ খিলাড়ি তু আনাড়ি (১৯৯৪), জোশ, হামরাজ (২০০২), হালচাল (২০০৪) ছাড়াও আরো অনেক চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তিনি ২০১৯ সালের ৩১ অক্টোবর ৫২ বছর বয়সে প্রয়াত হন।[৪][৫][৬]