চাঁদ বার্ক | |
---|---|
জন্ম | ২রা ফেব্রুয়ারি ১৯৩২ |
মৃত্যু | ২৮ ডিসেম্বর ২০০৮ | (বয়স ৭৬)
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | চাঁদ বার্ক |
পেশা | অভিনয়শিল্পী |
উল্লেখযোগ্য কর্ম | বুট পলিশ (১৯৫৪) |
দাম্পত্য সঙ্গী | নিরঞ্জন (বিচ্ছেদ. ১৯৫৪) সুন্দর সিং ভাবনানি (বি. ১৯৫৫) |
সন্তান | ২ |
আত্মীয় | স্যামুয়েল মার্টিন বার্ক (ভাই) রণবীর সিং (নাতি) |
চাঁদ বার্ক (২রা ফেব্রুয়ারি ১৯৩২ - ২৮শে ডিসেম্বর ২০০৮), যিনি চাঁদ বুরকে নামেও পরিচিত, তিনি ছিলেন একজন ভারতীয় চরিত্র অভিনেত্রী। তিনি হিন্দি এবং পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ছিলেন বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ঠাকুমা।
চাঁদ বার্ক মহেশ্বরী প্রোডাকশনের 'কাহাঁ গয়ে' (১৯৬৪) চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এই চলচ্চিত্রের লেখক এবং নির্দেশক ছিলেন নিরঞ্জন। পরে চাঁদ এঁকে বিবাহ করেন।[১] লাহোরে নির্মিত বেশ কয়েকটি চলচ্চিত্রে চাঁদ অভিনয় করেছেন এবং ব্যাপকভাবে "পাঞ্জাবের নৃত্যরত লিলি" (ডান্সিং লিলি) নামে পরিচিত ছিলেন। ভারত বিভাজনের পর তিনি মুম্বাইতে (তৎকালীন বোম্বে) চলে আসতে বাধ্য হন। এই ঘটনা তাঁর কর্মজীবনে বিরূপ প্রভাব ফেলেছিল। তিনি সম্পূর্ণভাবে বিস্মৃতিতে চলে গিয়েছিলেন।
মুম্বই আসার পর বলিউডে তাঁর প্রথম চলচ্চিত্র ছিল বুট পলিশ (১৯৫৪)। তাঁকে সুযোগ দিয়েছিলেন অভিজ্ঞ অভিনেতা রাজ কাপুর। ২০০ জনেরও বেশি প্রতিযোগীর স্ক্রিন-পরীক্ষা করার পর রাজ কাপুর তাঁকে নির্বাচন করেন, একজন প্রতিভাবান অভিনেত্রী রূপে।[১] চলচ্চিত্রটি বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছিল। এখানে তিনি বেবি নাজ এবং রতন কুমারের যন্ত্রণাদায়ক কাকিমার কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছিলেন।[২][৩]
বার্কের জন্ম হয়েছিল একটি খ্রিস্টান পরিবারে, তাঁরা ছিলেন বারোজন ভাই ও বোন। তাঁর জন্মস্থান ছিল ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশ (এখন স্থানটি পাকিস্তানে)। তাঁদের পরিবারে চাঁদই হলেন প্রথম যিনি অভিনয় জগতে এসেছিলেন।[১] তাঁর ভাই স্যামুয়েল মার্টিন বার্ক ছিলেন ভারতীয় লোক সেবা আধিকারিক (সিভিল সার্ভিস অফিসার)। পরে তিনি পাকিস্তানের জন্য স্ক্যান্ডিনেভিয়া দেশে একজন কূটনীতিক হন।[৪] ১৯৪৫ সালে চাঁদ তাঁর প্রথম চলচ্চিত্র পরিচালক নিরঞ্জনকে বিয়ে করেছিলেন।[১] ১৯৫৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ১৯৫৫ সালে তিনি ব্যবসায়ী সুন্দর সিং ভাবনানিকে বিয়ে করেন। তাঁদের টোনিয়া নামে একটি কন্যা এবং জগজিৎ নামে একটি পুত্র আছে। জগজিৎ হলেন বলিউড চলচ্চিত্র-তারকা রণবীর সিংয়ের পিতা।
বছর | চলচ্চিত্র | চরিত্র/ভূমিকা |
---|---|---|
১৯৬৯ | পরদেসান | |
১৯৬৮ | কহিঁ দিন কহিঁ রাত | প্রাণের বিজ্ঞানী সহকারী |
১৯৬৭ | মেরা ভাই মেরা দুশমন | রাজনের স্ত্রী (চাঁদ বার্ক হিসাবে) |
১৯৬৫ | মহব্বত ইসকো কহেতে হ্যায় | কুন্দনের মা (চাঁদ বার্ক) |
১৯৬০ | আপনে হুয়ে পরায়ে | রামপ্যারি |
১৯৬০ | ঘর কি লাজ | মতির কাকিমা |
১৯৬০ | রঙ্গিলা রাজা | |
১৯৬০ | শ্রাবণ কুমার | যমুনা |
১৯৫৯ | পরদেশী ঢোলা | |
১৯৫৮ | আদালত | |
১৯৫৮ | লাজবন্তী (চলচ্চিত্র) | অভিনেত্রী (অপ্রত্যয়িত) |
১৯৫৮ | সোনি মাহিওয়াল | |
১৯৫৭ | দুশমন | রাম সিংয়ের মা |
১৯৫৬ | বসন্ত বাহার | লীলাবাই (চাঁদ বার্ক হিসাবে) |
১৯৫৫ | রফতার | |
১৯৫৫ | শাহী চোর | |
১৯৫৪ | ফেরি | |
১৯৫৪ | অমর কীর্তন | |
১৯৫৪ | গুল বাহার | |
১৯৫৪ | বুট পলিশ | কমলা দেবী (চাঁদ বার্কের চরিত্রে) |
১৯৫৪ | বানজারা | |
১৯৫৩ | আগ কা দরিয়া | অভিনেত্রী (অপ্রত্যয়িত) |
১৯৫৩ | কউড়ে শাহ | |
১৯৫১ | সব্জ বাগ | |
১৯৫১ | পোস্টি | |
১৯৪৮ | দুখিয়ারি | |
১৯৪৬ | কাহাঁ গয়ে |