চিত্রকূট জলপ্রপাত | |
---|---|
चित्रकोट प्रपात | |
![]() গ্রীষ্মে চিত্রকূট জলপ্রপাত | |
![]() | |
অবস্থান | জগদলপুর, ভারত |
স্থানাঙ্ক | ১৯°১২′২৩″ উত্তর ৮১°৪২′০০″ পূর্ব / ১৯.২০৬৪৯৬° উত্তর ৮১.৬৯৯৯৭৯° পূর্ব |
ধরন | বৃহৎ খাড়া জলপ্রপাত |
মোট উচ্চতা | ২৯ মিটার (৯৫ ফুট) |
ঝরার সংখ্যা | ৩ |
জলপ্রবাহ | ইন্দ্রবতী নদী |
চিত্রকূট জলপ্রপাত (বিকল্প বানান; চিত্রকোট জলপ্রপাত) হল ইন্দ্রবতী নদীতে ভারতের ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলার জগদলপুরের পশ্চিমে অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত। এটি জগদলপুরের পশ্চিমে ৩৮ কিলোমিটার (২৪ মাইল) দূরে অবস্থিত।
জলপ্রপাতটির উচ্চতা প্রায় ২৯ মিটার (৯৫ ফুট)। [১] [২] এটি ভারতের সর্ববৃহৎ পতন। [৩] বর্ষা মৌসুমে এটির প্রস্থ এবং বিস্তৃত বিস্তারের কারণে এটি প্রায়ই ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলে পরিচিত। [৪]