এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ। |
চিত্রল জেলা Chitral District ضلع چترال | |
---|---|
জেলা | |
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিত্রল জেলার মানচিত্র
| |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | খাইবার-পাখতুনখোয়া |
রাজধানী | চিত্রল |
প্রতিষ্ঠাকাল | ১৯৭০ |
আয়তন | |
• জেলা | ১৪,৮৫০ বর্গকিমি (৫,৭৩০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• জেলা | ৪,৪৭,৩৬২ |
• জনঘনত্ব | ৩০/বর্গকিমি (৭৮/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৪৯,৭৯৪ |
• গ্রামীণ | ৩,৯৭,৫৬৮ |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৬ |
ওয়েবসাইট | www.khyberpakhtunkhwa.gov.pk |
চিত্রল জেলা (উর্দু: ضِلع چترال) পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত একটি বৃহত্তম জেলা, যার আয়তন ১৪,৮৫০ বর্গ কিমি। মালকান্দ বিভাগের অন্যতম অংশ হিসেবে এটি পাকিস্তানের সবথেকে উত্তরতম জেলা।[২]
ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পূর্ব ও পশ্চিমে আফগানিস্তানের কুনার, বাদাকশন এবং নুরিস্তান প্রদেশগুলির সাথে পূর্বদিকে, গিলগিট-বালিস্তান পূর্ব সীমান্তে, দক্ষিণে সোয়াত ও দিরের খাইবার-পাখতুনখোয়া জেলার সাথে সীমান্ত ভাগ করেছে।[৩][৪]
জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৪১৪,০০০ জন।[২] সাধারণত জনসংখ্যার প্রধান সম্প্রদায় হচ্ছে খো, যারা খোয়ার ভাষায় কথা বলে থাকেন, এছাড়াও ইয়াসিন, গিলগিট, দির ও সোয়াতের অংশগুলিতে ভাষাটি ব্যবহার করে থাকে। এছাড়াও চিত্রল কালাস সম্প্রদায়ের অঞ্চল হিসেবে পরিচিত, যারা বুমবুরেট এবং চিত্রল শহরে দক্ষিণ-পশ্চিমে ২টি দূরবর্তী উপত্যকায় বসবাস করে থাকে।
চিত্রল জেলাটি ২৪ টি ইউনিয়ন পরিষদ এবং ২টি তহসিল নিয়ে গঠিত হয়েছে:[৫][৬][৭]