চিত্রা সেন | |
---|---|
জন্ম | চিত্রা মণ্ডল ৫ই মে, ১৯৩৪ |
জাতীয়তা | ভারতীয় |
দাম্পত্য সঙ্গী | শ্যামল সেন |
পিতা-মাতা | পাঁচুগোপাল মণ্ডল (পিতা) ও আরতি মণ্ডল (মাতা) |
আত্মীয় | কৌশিক সেন(ছেলে) রেশমী সেন (পুত্রবধূ) ও রিদ্ধি সেন (নাতি) |
চিত্রা সেন (ইংরেজি: Chitra Sen) একজন বাঙালি অভিনেত্রী ও নর্তকী। তিনি মূলত মঞ্চে অভিনয় করেছেন, কিন্তু এছাড়া তিনি চলচ্চিত্রে ও থিয়েটারেও কাজ করেছেন।[১][২] তিনি জ্ঞানেশ মুখোপাধ্যায়ের অধীনে কাজ শুরু করেন। তিনি রবি ঘোষের সাথেও কাজ করেন। স্বপ্নসন্ধানী থিয়েটার গ্রুপে তিনি তার ছেলে কৌশিক সেনের সাথে কাজ করেন।[১] বর্তমানে তিনি বয়েই গেলো ধারাবাহিকে অভিনয় করছেন।[৩]
চিত্রা সেন (চিত্রা মণ্ডল) ৫ই মে, ১৯৩৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা পাঁচুগোপাল মণ্ডল ও মাতা আরতি মণ্ডল। তিনি বলকৃষ্ণ মেনন ও শক্তি নাগের কাছ থেকে মণিপুরী ও ভারতনাট্যম শেখেন। তিনি ১৯৬৬ সালে শ্যামল সেনকে বিয়ে করেন, যিনি নিজেও একজন অভিনেতা এবং উৎপল দত্তের ছাত্র ছিলেন। প্রথমে তিনি শ্যামল সেনের পরিচালনায় কাজ করতেন। তার পুত্রবধূ রেশমি সেন একজন নর্তকী ও অভিনেত্রী এবং নাতি রিদ্ধি সেনও একজন উঠতি অভিনেতা। [৪]