চিন্তাদ্রিপেট சிந்தாதிரிபேட்டை | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
স্থানাঙ্ক: ১৩°৪′ উত্তর ৮০°১৬′ পূর্ব / ১৩.০৬৭° উত্তর ৮০.২৬৭° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেন্নাই |
মহানগর | চেন্নাই |
অঞ্চল | ০৫ |
ওয়ার্ড | ৬২ |
সরকার | |
• শাসক | বৃৃৃহত্তর চেন্নাই নগর নিগম |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০০০২ |
নগর পরিকল্পনা | সিএমডিএ |
সিভিক এজেন্সি | বৃহত্তর চেন্নাই নগর নিগম |
ওয়েবসাইট | www |
চিন্তাদ্রিপেট (বা উৎপত্তিগতভাবে চিন্না দরি পেট্টাই) দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি অঞ্চল৷ কূবম নদীর দক্ষিণ তীরে অবস্থিত[১] এই আবাসিক তথা অর্থনৈতিক লোকালয়ের চার দিকে রয়েছে চেপবক্কম, আইল্যান্ড গ্রাউন্ড, পুদুপেট, এগমোর, বরদরাজপুরম, পেরিয়ামেড়ু, বেপেরী এবং আন্না সালাই৷
চেন্নাইয়ের ইলেকট্রনিক হাব রিচি স্ট্রিট চিন্তাদ্রিপেটেই অবস্থিত৷[২] কূবম নদীর গতিপথ ঘেঁষে রয়েছে চেন্নাই এমআরটিএস-এর চিন্তাদ্রিপেট রেলওয়ে স্টেশন, যা এই লোকালয়ের নিকটতম রেলওয়ে স্টেশন৷ এখানে অটো পরিষেবার প্রান্তিক স্ট্যান্ড এবং একটি মাছের বাজারও রয়েছে৷
লোকালয়টি চেন্নাই মধ্য লোকসভা[৩] কেন্দ্রের অন্তর্গত চেপবক্কম-তিরুবল্লীকেণি বিধানসভা কেন্দ্রের অংশ৷[৪]
এখানে শিব ও বিষ্ণুর নামে একটি জোড়ামন্দির রয়েছে, মন্দিরের মূর্তিদ্বয়ের নাম যথাক্রমে আদিপুরীশ্বর ও আদিকেশব পেরুমাল৷ তথ্য অনুসারে এই জোড়ামন্দির ১৭৪০ খ্রিস্টাব্দে নির্মিত৷ এখানে একটি প্রাচীন জৈন মন্দিরও আছে৷
ডেপুটি মেয়র কবলমূর্তি সড়কের পাশেই রয়েছে মে ডে উদ্যান, অবশ্য এর পুরাতন নাম নেপিয়ার পার্ক৷ ১৪.৫ একর জুড়ে বিস্তৃত এই উদ্যানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল প্রভৃতি খেলার সুবন্দোবস্ত রয়েছে৷ বর্তমানে সিমসম এণ্ড কো. এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে৷[৫]