চিরো ইম্মোবিলে

চিরো ইম্মোবিলে
২০১৫ সালে ইতালির হয়ে ইম্মোবিলে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম চিরো ইম্মোবিলে[]
জন্ম (1990-02-20) ২০ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ৩৪)
জন্ম স্থান তোররে আন্নুনৎসিয়াতা, ইতালি
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লাৎসিয়ো
জার্সি নম্বর ১৭
যুব পর্যায়
২০০২–২০০৮ সোররেন্তো
২০০৮–২০০৯ ইয়ুভেন্তুস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১২ ইয়ুভেন্তুস (০)
২০১০–২০১১সিয়েনা (ধার) (১)
২০১১গ্রোসসেরতো (ধার) ১৬ (১)
২০১১–২০১২পেস্কারা (ধার) ৩৭ (২৮)
২০১২–২০১৩ জেনোয়া ৩৩ (৫)
২০১৩–২০১৪ তোরিনো ৩৩ (২২)
২০১৪–২০১৫ বরুসিয়া ডর্টমুন্ড ২৪ (৩)
২০১৫সেভিয়া (ধার) (২)
২০১৫–২০১৬ সেভিয়া (০)
২০১৬তোরিনো (ধার) ১৪ (৫)
২০১৬– লাৎসিয়ো ১৭৫ (১২৩)
জাতীয় দল
২০০৯–২০১০ ইতালি অনূর্ধ্ব-২০ (০)
২০০৯–২০১৩ ইতালি অনূর্ধ্ব-২১ ১৬ (৯)
২০১৪– ইতালি ৪৫ (১২)
অর্জন ও সম্মাননা
ফুটবল (পুরুষ)
 ইতালি-এর প্রতিনিধিত্বকারী
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
বিজয়ী ২০২০
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৮:০৩, ২৪ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:০৩, ২৪ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

চিরো ইম্মোবিলে (ইতালীয়: Ciro Immobile, ইতালীয় উচ্চারণ: [ˈtʃiːro imˈmɔːbile]; জন্ম: ২০ ফেব্রুয়ারি ১৯৯০) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব লাৎসিয়ো এবং ইতালি জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০০৯ সালে, ইম্মোবিলে ইতালি অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৫ বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৫ ম্যাচে ১২টি গোল করেছেন। তিনি ইতালির হয়ে এপর্যন্ত ১টি ফিফা বিশ্বকাপ (২০১৪) এবং ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০১৬) অংশগ্রহণ করেছেন।

ব্যক্তিগতভাবে, ইম্মোবিলে বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ৩ মৌসুম সেরিয়ে আ-এর শীর্ষ গোলদাতার পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, ইম্মোবিলে এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ২টি ইয়ুভেন্তুসের বয়সভিত্তিক দলের হয়ে, ১টি পেস্কারার হয়ে, ১টি বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে এবং ৩টি লাৎসিয়োর হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

চিরো ইম্মোবিলে ১৯৯০ সালের ২০শে ফেব্রুয়ারি তারিখে ইতালির তোররে আন্নুনৎসিয়াতাে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "2014 FIFA World Cup Brazil: List of Players: Italy" (পিডিএফ)। FIFA। ১৪ জুলাই ২০১৪। পৃষ্ঠা 21। ৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "S.S.Lazio - Tesserati - Prima Squadra"www.sslazio.it। ২৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]