কনমেবল | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯ জুন ১৮৯৫[১] |
সদর দপ্তর | সান্তিয়াগো, চিলি |
ফিফা অধিভুক্তি | ১৯১৩[১] |
কনমেবল অধিভুক্তি | ১৯১৬ |
সভাপতি | পাবলো মিলাদ |
সহ-সভাপতি | হুস্তো আলবারেস |
ওয়েবসাইট | www |
চিলি ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación de Fútbol de Chile, ইংরেজি: Football Federation of Chile; এছাড়াও সংক্ষেপে এফএফসিএইচ নামে পরিচিত) হচ্ছে চিলির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৯৫ সালের ১৯শে জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৮ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২১ বছর পর ১৯১৬ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর চিলির রাজধানী সান্তিয়াগোতে অবস্থিত।
এই সংস্থাটি চিলির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে চিলীয় প্রিমিয়ার বিভাগ, চিলীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং কোপা চিলির মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে চিলি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন পাবলো মিলাদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন হোর্হে ইয়ুনহে।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | পাবলো মিলাদ |
সহ-সভাপতি | হুস্তো আলবারেস |
সাধারণ সম্পাদক | হোর্হে ইয়ুনহে |
কোষাধ্যক্ষ | এলিয়াস বিস্তোসো |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | এক্তোর ওলাবে |
প্রযুক্তিগত পরিচালক | দিয়েগো কারমি |
ফুটসাল সমন্বয়কারী | লুইস আলবার্তো রামিরেস |
জাতীয় দলের কোচ (পুরুষ) | রেইনালদো রুয়েদা |
জাতীয় দলের কোচ (নারী) | হোসে লেতেলিয়ের |
রেফারি সমন্বয়কারী | হোর্হে আন্তোনিও আলদুনাতে |