ওয়েলকাম ট্রাস্ট স্যাঙ্গার ইনস্টিটিউটের সালস্টন ল্যাবরেটরিজের নাম সালস্টনের সম্মানে রাখা হয়েছে।
স্যার জন এডওয়ার্ড সালস্টন (ইংরেজি: Sir John Edward Sulston; ২৭শে মার্চ, ১৯৪২ – ৬ই মার্চ ২০১৮[১৩][১৪]) একজন ব্রিটিশজীববিজ্ঞানী ও উচ্চশিক্ষায়তনিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি তাঁর সহযোগী সিডনি ব্রেনার এবং রবার্ট হর্ভিট্সের সাথে একত্রে ২০০২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ক্যানোহ্যাবডাইটিস এলেগান্স নামক কেঁচোর কোষের বিকাশধারা (cell lineage) ও বংশাণুসমগ্র (genome) নিয়ে গবেষণাকর্মের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই পুরস্কার প্রদান করা হয়। তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ সায়েন্স, এথিকস অ্যান্ড ইনোভেশন (বিজ্ঞান, নীতিশাস্ত্র ও উদ্ভাবন গবেষণা প্রতিষ্ঠান) নামক প্রতিষ্ঠানের প্রধান এবং মানব বংশাণুসমগ্র গবেষণার একজন নেতৃস্থানীয় গবেষক ছিলেন।[১৫][১৬][১৭]
সালস্টন সাধারণ জনগণের স্বার্থে বিজ্ঞানের প্রয়োগের পক্ষে ছিলেন। তিনি বৈজ্ঞানিক তথ্যাদিতে জনগণের প্রবেশাধিকার উন্মুক্ত করে দেওয়ার পক্ষে এবং বংশাণুর কৃতিস্বত্ব সৃষ্টি ও বংশাণুগত প্রযুক্তির বেসরকারীকরণের বিপক্ষে মত দেন।[১৮]
↑Sulston, J. E.; Schierenberg, E.; White, J. G.; Thomson, J. N. (১৯৮৩)। "The embryonic cell lineage of the nematode Caenorhabditis elegans"। Developmental Biology। 100 (1): 64–119। ডিওআই:10.1016/0012-1606(83)90201-4। পিএমআইডি6684600।
↑Sulston, J. E.; Horvitz, H. R. (১৯৭৭)। "Post-embryonic cell lineages of the nematode, Caenorhabditis elegans"। Developmental Biology। 56 (1): 110–156। ডিওআই:10.1016/0012-1606(77)90158-0। পিএমআইডি838129।
↑Sulston, J.; Mallett, F.; Staden, R.; Durbin, R.; Horsnell, T.; Coulson, A. (১৯৮৮)। "Software for genome mapping by fingerprinting techniques"। Computer Applications in the Biosciences (CABIOS)। 4 (1): 125–132। ডিওআই:10.1093/bioinformatics/4.1.125। পিএমআইডি2838135।
↑উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; membo নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
↑উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; frs নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
↑উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; beadle নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
↑ কখউদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; nobel নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
↑উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; sulstonphd নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
↑Waterston, Robert H.; Ferry, Georgina (২০১৯)। "Sir John Edward Sulston CH. 27 March 1942 – 6 March 2018"। Biographical Memoirs of Fellows of the Royal Society। 67: 421–447। এসটুসিআইডি186212646। ডিওআই:10.1098/rsbm.2019.0014।