জব উই মেট

জব উই মেট
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকইমতিয়াজ আলী
প্রযোজকধীলিন মেহতা
রচয়িতাইমতিয়াজ আলী
শ্রেষ্ঠাংশেকারিনা কাপুর
শাহিদ কাপুর
সুরকারগান:
প্রীতম চক্রবর্তী
অতিথি সুরকার:
সন্দেশ শন্দিল্য
আবহ সঙ্গীত:
সঞ্জয় চৌধুরী
চিত্রগ্রাহকনটরাজন সুব্রমণ্যম
সম্পাদকআরতি বাজাজ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকইন্ডিয়ান ফিল্মস[]
মুক্তি
  • ২৫ অক্টোবর ২০০৭ (2007-10-25)
স্থিতিকাল১৪২ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়১৫ কোটি[]
আয়৫০.৯ কোটি[]

জব উই মেট (হিন্দি: जब वी मेट, অনুবাদ'যখন আমরা মিলিত হয়েছিলাম') ইমতিয়াজ আলী রচিত ও পরিচালিত ২০০৭ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। শ্রী অষ্টবিনায়ক সিনে ভিশনের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন ধিলিন মেহতা। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন কারিনা কাপুরশাহিদ কাপুর, এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন দারা সিং, পবন মালহোত্রাসৌম্য ট্যান্ডন

মুম্বই, ভাতিন্ডা, ও শিমলার পটভূমিতে বর্ণিত জব উই মেট চলচ্চিত্রে দেখা যায় পাঞ্জাবি তরুণী গীত ধীলনের হতাশাগ্রস্থ মুম্বইয়ের ব্যবসায়ী আদিত্য কশ্যপের সাথে দিল্লিতে রাতের ট্রেনে দেখা হয়। আদিত্য একটি স্টেশনে নামলে গীত তাকে নিয়ে ট্রেনে ওঠতে গিয়ে দেখে ট্রেন চলে গেছে। প্রেমিকা থেকে প্রত্যাখ্যাত হয়ে ও কর্পোরেট ব্যবসায় থেকে বের হয়ে আসা আদিত্যের কোন গন্তব্য ছিল না, ফলে গীতের পরিবারের কাছে ফিরে গীত তাকে সঙ্গ দিতে এবং তার গোপন প্রেমিক অংশুমানের সাথে পালিয়ে যেতে সাহায্য করতে অনুরোধ করে।

চলচ্চিত্রটি ২০০৭ সালের ২৫শে অক্টোবর ভারতে ও যুক্তরাজ্যে এবং ২৬শে অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পায়। চলচ্চিত্রটি ভারতে এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ব্যবসা সফল হয়। এটি সে বছর সর্বোর্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রের একটি। অষ্টবিনায়ক পরবর্তীকালে ঘোষণা দেয় জব উই মেট চারটি ভারতীয় ভাষায় পুনর্নির্মিত হবে: তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম। তবে, এটি কেবল তামিল ভাষায় কান্ডেন কাদলাই নামে পুনর্নির্মিত হয়।

চলচ্চিত্রটি বিপুল সমাদৃত হয় এবং মুক্তি পর কাল্ট খ্যাতি লাভ করে। এটি একাধিক চলচ্চিত্র পুরস্কার লাভ করে, তন্মধ্যে "ইয়ে ইশ্‌ক হায়ে" গানের জন্য শ্রেয়া ঘোষাল শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। গানটি অনেক সপ্তাহ চার্টবাস্টার ছিল।

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • শাহিদ কাপুর - আদিত্য কশ্যপ/আদিত্য কুমার
  • কারিন কাপুর - গীত কৌর ধীলন
  • সৌম্য ট্যান্ডন - রূপ কৌর ধীলন, গীতের চাচাতো ভাই
  • বিশাল ওম শর্মা - অ্যাডভোকেট রোহিত ভোসলে, আদিত্যের আইনজীবী
  • তরুণ অরোরা - অংশুমান
  • নিহার ঠাক্কর - রাঘব
  • দারা সিং - সূর্যেন্দ্র সিং ধীলন, গীতের দাদু
  • পবন মালহোত্রা - প্রেম সিং ধীলন, গীতের চাচা
  • কিরণ জুনেজা - অমৃতা কৌর ধীলন, গীতের মা
  • সঞ্জয় কুশওয়াহা - সাঞ্জ
  • দিব্যা সেঠ - আয়েশা খান্না কশ্যপ, আদিত্যের মা
  • কিশোর প্রধান - স্টেশন মাস্টার
  • রুবিনা - সোজল, গীতের চাচাতো বোন
  • ওয়ামিকা গাব্বি - যশ, গীতের চাচাতো ভাই
  • আসিফ বসরা - কিয়স্ক ভেন্ডর

সঙ্গীত

[সম্পাদনা]
জব উই মেট
কর্তৃক সাউন্ডট্র্যাক
মুক্তির তারিখ২১ সেপ্টেম্বর ২০০৭ (ভারত)
ঘরানাচলচ্চিত্রের সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য৪৫:০১
সঙ্গীত প্রকাশনীটি-সিরিজ
প্রযোজকধীলিন মেহতা
প্রীতম চক্রবর্তী কালক্রম
ভুল ভুলাইয়া
(২০০৭)
জব উই মেট
(২০০৭)
দস কাহানিয়াঁ
(২০০৭)
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."মৌজা হি মৌজা"মিকা সিং৪:০৪
২."তুম সে হি"মোহিত চৌহান৫:২৩
৩."ইয়ে ইশ্‌ক হায়ে"শ্রেয়া ঘোষাল৪:৪৪
৪."নাগাড়া নাগাড়া"সোনু নিগম, জাভেদ আলি৩:৫১
৫."আও মিলোঁ চালেঁ"শান, ওস্তাদ সুলতান খান৫:২৮
৬."আওগে জব তুম
(সঙ্গীত: সন্দেশ শন্ডিল্য, প্রীতম, গীত: ফায়েজ আনোয়ার)"
রাশিদ খান৪:২৫
৭."তুম সে হি (পুনর্মিশ্রণ)"মোহিত চৌহান৪:২১
৮."ইয়ে ইশ্‌ক হায়ে (পুনর্মিশ্রণ)"শ্রেয়া ঘোষাল, অন্তরা মিত্র৪:৩১
৯."মৌজা হি মৌজা (পুনর্মিশ্রণ)"মিকা সিং৪:০৭
১০."তুম সে হি (বাদ্যযন্ত্র)"বাদ্যযন্ত্র৪:৫৩
মোট দৈর্ঘ্য:৪৪:২৭

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ফ্র্যাটার, প্যাট্রিক (৮ নভেম্বর ২০০৭)। "Indian Film to distribute 'Welcome'"ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২ 
  2. "Jab We Met"বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]