জম্মু ও কাশ্মীর পুলিশ

জম্মু ও কাশ্মীর পুলিশ
জম্মু ও কাশ্মীর পুলিশের প্যাচ
জম্মু ও কাশ্মীর পুলিশের প্যাচ
জম্মু ও কাশ্মীর পুলিশের প্রতীক
জম্মু ও কাশ্মীর পুলিশের প্রতীক
সংক্ষেপজে.কে.পি.
নীতিবাক্যত্যাগ ও বীরত্বের কাহিনী
সংস্থা পরিদর্শন
প্রতিষ্ঠাকাল১৮৭৩[]
কর্মচারী৮৩,০০০ (পোশাকি)[]
অঞ্চল কাঠামো
পরিচালনার অঞ্চলজম্মু ও কাশ্মীর,  ভারত
জম্মু ও কাশ্মীর পুলিশ বিভাগের অধিক্ষেত্রের মানচিত্র
জনসংখ্যা১২,৫৬৮,৯২
আইনী অঞ্চলজম্মু ও কাশ্মীর
সাধারণ প্রকৃতি
পরিচালনামূলক কাঠামো
প্রধান কার্যালয়পীরবাগ, শ্রীনগর (মে থেকে অক্টোবর) গুলশান ময়দান, জম্মু (নভেম্বর থেকে এপ্রিল)
দায়বদ্ধ পুলিশের ব্যবস্থাপনা পরিচালক
মাতৃ-সংস্থাজম্মু ও কাশ্মীর রাজ্যসরকার
অন্তর্ভুক্ত সংস্থা
  • স্বরাষ্ট্রবিভাগ
ইউনিট
তালিকা
  • জম্মু ও কাশ্মীর সশস্ত্র পুলিশ
  • জম্মু ও কাশ্মীর ট্রাফিক পুলিশ
  • জে.কে পুলিশ, অপরাধ শাখা
  • জম্মু ও কাশ্মীর রেলওয়ে পুলিশ
  • স্পেশাল অপারেশন গ্রুপ
  • কৌশলগত শাখা
  • নিরাপত্তা শাখা
  • সি আই ডি শাখা
  • কাউন্টার-ইন্টিলিজেন্স শাখা
  • সিভিল ডিফেন্স, গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং এসআরডিএফ
জেলা
তালিকা
  • জম্মু
  • কথুয়া
  • সাম্বা
  • উধামপুর
  • রিসি
  • রাজৌরি
  • পুঞ্চ
  • ডোডা
  • রাম্বান
  • কিশতার
  • শ্রীনগর
  • অনন্তনাগ
  • কুলগাম
  • পুলওয়ামা
  • ওয়ান্তিপোরা
  • শোপজান
  • বুদগাম
  • গান্দেরবাল
  • বান্দিপোরা
  • বারামুল্লা
  • শপর
  • কূপওয়ারা
  • হান্দওয়ার
উল্লেখযোগ্যতা
তাৎপর্যপূর্ণ ক্রিয়াকলাপ
  • আইন প্রয়োগকারী
ওয়েবসাইট
www.JKPolice.gov.in

জম্মু ও কাশ্মীর পুলিশ বা জে.কে.পি ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি আইন প্রয়োগকারী সংস্থা যা ভারতের জম্মু ও কাশ্মীরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও তদন্ত পরিচালনার প্রাথমিক দায়িত্ব পালন করে থাকে। বিভাগটি ৮৫,৮০৬ বর্গমাইল (২২২,২৬২ বর্গকিলোমিটার) এলাকাজুড়ে দায়িত্ব পালন এবং 2011 এর আদমশুমারি অনুযায়ী ১২,৫৪৮,৯২৬ জনগণকে সেবা প্রদান করে। কেন্দ্রশাসিত অঞ্চলটিকে পাকিস্তানের আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে জে.কে.পি ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং ভারতের অন্যান্য আধাসামরিক বাহিনীর সাথে সম্মিলিতভাবে কাজ করে।[][] জে.কে পুলিশ বাহিনী বিভিন্ন সময়ে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীদের গ্রেপ্তার করার মাধ্যমে ভারতের অন্যান্য রাজ্যে হামলা ঠেকিয়েছে। []

ইতিহাস

[সম্পাদনা]

১৮৭৩ সালে প্রথমবারের মতো কোতোয়াল হিসেবে পরিচিত একজন পুলিশ কর্মকর্তা এবং শ্রীনগর শহরের অধীনে ১৪ জন থানাদারকে নিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ বাহিনী আত্মপ্রকাশ করে। এই পুলিশ বাহিনী চৌকিদার এবং হরকরাদের সহায়তায় অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখাশোনা করত। এদেরকে জনগণ স্বেচ্ছায় তাদের বার্ষিক ফলন (উৎপাদিত কৃষিজাত দ্রব্য) থেকে পারিশ্রমিক প্রদান করত।

১৯১৩ সালে রাজ্যটি একজন ইম্পেরিয়াল পুলিশ (আইপি) প্রতিনিধির সেবা গ্রহণের জন্য আবেদন করে এবং ১৯১৩ সালের জুন মাসে প্রথম পুলিশ মহাপরিদর্শক হিসেবে মিঃ ব্রডওয়েকে নিযুক্ত করে। তিনি ১৯১৭ সাল পর্যন্ত পুলিশ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এবং অন্যান্য আইপি কর্মকর্তারা তাঁর অধীনে কাজ করতেন।

এরপর থেকেই জম্মু ও কাশ্মীরের পুলিশ বেশ কয়েকবার পুনর্গঠিত হয়েছে। ১৯৮৮-৯০ সালে জম্মু ও কাশ্মীর- এ পুলিশের কর্মচারীর সংখ্যা ছিল ১০৪০, যা ১৯০৩ সালে ১৫৭০ এ উন্নীত করা হয় এবং চল্লিশ বছর পরে, ১৯৪৩-৪৪ সালে জম্মু ও কাশ্মীর পুলিশের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩১৭৯ জনে এবং বর্তমানে এর সদস্যসংখ্যা ৮৩০০০ ছাড়িয়েছে। []

সাংগঠনিক কাঠামো

[সম্পাদনা]
গার্ড অফ অনারকে স্যালুট জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

জম্মু ও কাশ্মীর পুলিশ, জম্মু ও কাশ্মীর রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশকে নেতৃত্ব দেন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) যিনি মূলত একজন সিনিয়র আইপিএস অফিসার। []

বিশেষ সংস্থা

[সম্পাদনা]
  • গোয়েন্দা সংস্থা (অপরাধ শাখা)
  • কমান্ডো ফোর্স
  • সিকিউরিটি ব্যাটালিয়ন
  • বিশেষ অপারেশন গ্রুপ

পরিচালনা পরিষদ

[সম্পাদনা]

কর্মকর্তাবৃন্দ

  • মহাপরিচালক (পুলিশ)
  • অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজিপি)
  • পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)
  • উপ-মহাপরিদর্শক (ডিআইজি)
  • সিনিয়র পুলিশ সুপার (এসএসপি)
  • পুলিশ সুপার (এসপি)
  • উপ-পুলিশ সুপার (ডিওয়াইএসপি)

উপ-পরিচালক

  • পরিদর্শক
  • উপ-পরিদর্শক (এসআই)
  • সহকারী উপ-পরিদর্শক (এএসআই)
  • হেড কনস্টেবল
  • সিলেকশন গ্রেড কনস্টেবল
  • কনস্টেবল
  • বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও)

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯ 
  2. "SP Vaid Removed As Jammu And Kashmir Police Chief"NDTV.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-০৬ 
  3. "Jammu and Kashmir police chief SP Vaid removed, Director General of Prisons Dilbagh Singh to take over"The Financial Express (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-০৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-০৬ 
  4. "J&K Police books CRPF men for 'killing' youth in firing : North News - India Today"। Indiatoday.intoday.in। ২০১০-০৮-২০। সংগ্রহের তারিখ ২০১১-১০-২৫ 
  5. "J&K teacher death: Murder charges against Army men - Times Of India"। Articles.timesofindia.indiatimes.com। ২০০৭-১০-২১। ২০১২-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-২৫ 
  6. Our Bureau (২০০৪-০২-২২)। "The Telegraph - Calcutta : Nation"। Telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০১১-১০-২৫ 
  7. Jammu & Kashmir Police