জয়িতপুর রাজ্য जैतपुर रियासत | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারতেরের দেশীয় রাজ্য | |||||||
১৭৩১–১৮৪৯ | |||||||
ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত জয়িতপুর রাজ্যের মানচিত্র | |||||||
ইতিহাস | |||||||
• পান্না রাজ্যের একটি বিভাগ রূপে আত্মপ্রকাশ | ১৭৩১ | ||||||
• ব্রিটিশ ভারতে সংযুক্তি | ১৮৪৯ | ||||||
| |||||||
বর্তমানে যার অংশ | উত্তরপ্রদেশ, ভারত |
জয়িতপুর রাজ্য [১] ছিলো বুন্দেলখণ্ড অঞ্চলে অবস্থিত একটি স্বাধীন দেশীয় রাজ্য৷ রাজ্যটির রাজধানী ছিলো জয়িতপুরে, যা বর্তমানে উত্তরপ্রদেশ রাজ্যের মাহোবা জেলায় অবস্থিত একটি নগর পঞ্চায়েত৷ [২] এখানে দুটি রাজকীয় দুর্গ ছিলো৷
রাজ্যের শেষ রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে ব্রিটিশ কোম্পানি এই রাজ্যটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে নেয়৷
১৭৩১ খ্রিস্টাব্দে বুন্দেলখণ্ডের খ্যাতনামা শাসক রাজা ছত্রশালের পুত্র জগৎ রায় পান্না রাজ্যের একটি বিভাগ রূপে জয়িতপুর রাজ্যের পত্তন ঘটান৷ মধ্য ভারতে ব্রিটিশ আধিপত্য বৃদ্ধির সাথে সাথে ১৮০৭ খ্রিস্টাব্দে জয়িতপুর রাজ্য একটি ব্রিটিশ আশ্রিত রাজ্যে পরিণত হয়।
১৮৪৯ খ্রিস্টাব্দে এই রাজ্যের শেষ শাসক রাজা ক্ষেত সিং অপুত্রক অবস্থায় মারা গেলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে এই রাজ্যটিকে আত্মসাৎ করে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করেন। [৩][৪]
জয়িতপুর রাজ্যে শাসকরা রাজা উপাধির ধারক ছিলেন। [৫]