জয় ভারত সামন্ত পার্টি ছিল ভারতের একটি রাজনৈতিক দল। এর নেতৃত্বে ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডা।[১]
দলটি অক্টোবর ২০০৯ সালের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে নয়জন প্রার্থীকে প্রার্থী করেছিল। একজন নির্বাচিত হয়েছেন: গীতা কোডা, জগন্নাথপুর আসনে। মোট, দলটি ৯৩,২৮০ ভোট (রাজ্যের ভোটের ০.৯১%) সংগ্রহ করেছে।[২] ১ নভেম্বর ২০১৮-এ, এটি ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টিতে একীভূত হয়।[৩][৪][৫]