ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জর্ডান টমাস হোমস[১] | ||
জন্ম | ৮ মে ১৯৯৭ | ||
জন্ম স্থান | সিডনি, অস্ট্রেলিয়া | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | এবসফ্লিট ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ২১ | ||
যুব পর্যায় | |||
রকডেল লিন্ডেন | |||
সিডনি ইউনাইটেড | |||
২০১৩–২০১৫ | বোর্নমাথ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৯ | বোর্নমাথ | ০ | (০) |
২০১৫–২০১৬ | → ওয়েমাথ (ধার) | ৪ | (০) |
২০১৭ | → ইস্টবর্ন বরো (ধার) | ১৭ | (০) |
২০১৯– | এবসফ্লিট ইউনাইটেড | ১৩ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৫–২০১৭ | অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ | ৭ | (০) |
২০১৯– | অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ | ৫ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:১৫, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:১৫, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জর্ডান টমাস হোমস (ইংরেজি: Jordan Holmes; জন্ম: ৮ মে ১৯৯৭; জর্ডান হোমস নামে সুপরিচিত) হলেন একজন অস্ট্রেলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।[২] তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লীগের ষষ্ঠ স্তর ইংরেজ জাতীয় লীগ দক্ষিণের ক্লাব এবসফ্লিট ইউনাইটেড এবং অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০১৫ সালে, হোমস অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দলের হয়ে অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
জর্ডান টমাস হোমস ১৯৯৭ সালের ৮ই মে তারিখে অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
হোমস জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[৩][৪]