জলপাইগুড়ি | |
---|---|
শহর | |
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°৩১′ উত্তর ৮৮°৪৪′ পূর্ব / ২৬.৫২° উত্তর ৮৮.৭৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | জলপাইগুড়ি |
প্রতিষ্ঠাতা | ব্রিটিশ ভারত |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | জলপাইগুড়ি পৌরসভা |
উচ্চতা | ৮৯ মিটার (২৯২ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,৬৯,০০২ |
• ক্রম | ১৯তম পশ্চিমবঙ্গে |
ভাষা | |
• অফিসিয়াল | বাংলা, ইংরেজি, রাজবংশী |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭৩৫ ১০১ - ১১০ (শহর), ৭৩৫ ১২০ - ১৩৫ (শহরতলি) |
জলপাইগুড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। এটি জলপাইগুড়ি জেলার সদর শহর ও জেলার প্রধান শহর, এছাড়া এটি ,বিভাগীয় হেড কোয়ার্টার শহর এবং প্রশাসনিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ শহর। উত্তরবঙ্গের জেলাগুলোর বিচারকাজ পরিচালনা করার জন্য কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি শহরে চালু করা হয় ২০২১ সালে । শহরটি তিস্তা নদী তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত৷ এই শহর একটি সাংস্কৃতিক শহর ।
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৬°৩১′ উত্তর ৮৮°৪৪′ পূর্ব / ২৬.৫২° উত্তর ৮৮.৭৩° পূর্ব।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৮৯ মিটার (২৯২ ফুট)। শহরটি তিস্তা নদীর ধারে অবস্থিত। এছাড়া শহরের মধ্যে দিয়ে করলা নদী প্রবাহিত হয়েছে যাকে "জলপাইগুড়ির টেমস" নামেও অভিহিত করা হয়।
ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে জলপাইগুড়ি শহরের জনসংখ্যা হল ১,০৭,৩৪১ জন।[২] এর মধ্যে পুরুষ ৫৩,৭০৮ (৫০%) এবং নারী ৫৩,৬৩৩ (৫০%)।
এই শহরের জনসংখ্যার ১৪.৫২২% হল ৬ বছর বা তার কম বয়সী।
জলপাইগুড়ি শহর ভারতের গুরুত্বপূর্ণ একটি সড়ক ৪/৬ লেন বিশিষ্ট সড়ক পূর্ব-পশ্চিম (পোরবন্দর থেকে শিলচর)করিডর হাইওয়ে দ্বারা সারা দেশের বিভিন্ন প্রান্তের সাথে যুক্ত।এছাড়া, জলপাইগুড়ি শহরে দুটি রেলস্টেশন আছে- জলপাইগুড়ি রোড ও জলপাইগুড়ি স্টেশন যা টাউন স্টেশন নামেও পরিচিত।এই দুই স্টেশনের দ্বারা জলপাইগুড়ি শহর কলকাতা,দিল্লি, লখনৌ,পাটনা,চেন্নাই,ভুবনেশ্বর,কোচিন, আগরতলা,গুয়াহাটি,বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে যুক্ত। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাঙ্গা এলাকায় পরিত্যক্ত এয়ারপোর্ট রয়েছে,যদিও এটি বর্তমানে চালু নেই,তবে এটি চালু করার চেষ্টা চলছে।