জাজমেন্টাল হ্যায় কিয়া | |
---|---|
পরিচালক | প্রকাশ কোভেলামুড়ি |
প্রযোজক | একতা কাপুর শোভা কাপুর শৈলেশ আর সিং |
চিত্রনাট্যকার | কণিকা ধিল্লোন |
শ্রেষ্ঠাংশে | কঙ্গনা রানাওয়াত রাজকুমার রাও |
সুরকার | গান: অর্জুনা হারজাই রচিতা অরোরা তানিশক বাগচী আবহ সঙ্গীত: ড্যানিয়েল বি জর্জ |
চিত্রগ্রাহক | পঙ্কজ কুমার |
সম্পাদক | নিতিন বৈদ |
প্রযোজনা কোম্পানি | বালাজি মোশন পিকচার্স কর্ম মিডিয়া এ্যান্ড এন্টারটেইনমেন্ট এলএলটি এন্টারটেইনমেন্ট |
পরিবেশক | পেন মারুদার এন্টারটেইনমেন্ট[১] |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
জাজমেন্টাল হ্যায় কিয়া (হিন্দি: जजमेंटल है क्या, বাংলা: বিচারক নাকি?) হচ্ছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। ব্ল্যাক-কমেডি-থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রটির পরিচালক প্রকাশ কোভেলামুড়ি, প্রযোজক একতা কাপুর এবং শোভা কাপুর। অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত, রাজকুমার রাও এবং আমিরা দস্তুর। চিত্রনাট্য কণিকা ধিল্লোন লিখেছেন।[৩] ২০১৮ সালের মে মাসের ১৬ তারিখে চলচ্চিত্রটির মূখ্য চিত্রগ্রহণ গ্রহণ শুরু হয়।[৪] চলচ্চিত্রটির মুক্তি পায় ২৬শে জুলাই ২০১৯ তারিখে।[২][৫]