বাংলায় নীতিবাক্য | আমাদের শিক্ষা উজ্জ্বল এবং দীপ্তিশীল হতে পারে |
---|---|
ধরন | জন ইঞ্জিনিয়ারিং স্কুল |
স্থাপিত | ১৯৬৭ |
চেয়ারপার্সন | শিবাজি বন্দ্যোপাধ্যায়[১] |
পরিচালক | শিবাজি বন্দ্যোপাধ্যায় [২] |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | ৬২৫ একর[৩] |
ওয়েবসাইট | www |
জাতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, শিলচর (এনআইটি শিলচর) হল ভারতের ৩১ টি এনআইটি- এর মধ্যে অন্যতম এবং যেমন ১৯৬৭ সালে শিলচরে প্রতিষ্ঠিত হয় আঞ্চলিক ইঞ্জিনিয়ারিং কলেজ। ২০০২ সালে এটিকে জাতীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে উন্নীত করা হয়েছিল এবং ২০০৭ সালের জাতীয় প্রযুক্তি আইনের অধীনে জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান হিসাবে ঘোষিত হয়েছিল।
এই প্রতিষ্ঠানটি আসাম রাজ্যের শিলচর শহর থেকে ১২ কিলোমিটার দূরে শিলচর-হাইলাকান্দি সড়কের পাশে ২৪.৭৫ ডিগ্রী উত্তর থেকে ৯২.৭৯ ডিগ্রি পর্বে অবস্থিত।