জাতীয় সড়ক উন্নয়ন পরিকল্পনা (এনএইচডিপি) ভারতের জাতীয় সড়কগুলির মানোন্নয়ন, সুযোগ সুবিধা বৃদ্ধি, সৌন্দর্যায়ন ও সড়কের প্রস্থ প্রসারিত করা ও পুনর্বাসনের জন্য পরিকল্পিত প্রকল্প৷ ১৯৯৮ খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয়ে তত্ত্বাবধানে এই প্রকল্পটির সূচনা হয়৷ দৈর্ঘ্য ও প্রস্থের বিচারে ভারতের জাতীয় সড়ক দেশের মোট সড়ক ব্যবস্থার মাত্র ২ শতাংশ স্থান দখল করলেও যান পরিবহনের ৪০ শতাংশ এই জাতীয় সড়কের মাধ্যমেই হয়ে থাকে৷ প্রকল্পটি ভারত সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রকের ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) অধীন৷ রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে এনএইচএআই ৪৯,২৬০ কিলোমিটার সড়ক ও মহাসড়কের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে৷ ২০১৮ খ্রিস্টাব্দে ভারত সরকার এনএইচডিপি প্রোগ্রাম বন্ধ করে আগামী ও চলমান প্রকল্পগুলোকে বৃহত্তর ভারতমালা প্রকল্পের অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখেন৷[১]
প্রকল্পটি একাধিক পর্যায়ে স্থিরীকৃত:
এনএইচডিপি পর্যায় | বিবরণ | দৈর্ঘ | ধার্যমূল্য (কোটিতে ভারতীয় মুদ্রা) |
---|---|---|---|
এনএইচডিপি-১ ও ২ | সোনালী চতুর্ভুজ ও পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ করিডরের পার্শ্ববর্তী কাজ | ১৩,০০০ কিমি (৮,১০০ মা) | ৪২,০০০ |
এনএইচডিপি-৩ | চার লেন তৈরি | ১০,০০০ কিমি (৬,২০০ মা) | ৫৫,০০০ |
এনএইচডিপি-৪ | দুই লেন তৈরি | ২০,০০০ কিমি (১২,০০০ মা) | ২৫,০০০ |
এনএইচডিপি-৫ | নির্দিষ্ট ক্ষেত্রে ছয় লেন তৈরি | ৫,০০০ কিমি (৩,১০০ মা) | ১৭,৫০০ |
এনএইচডিপি-৬ | এক্সপ্রেসওয়ের উন্নতিসাধন | ১,০০০ কিমি (৬২০ মা) | ১৫,০০০ |
এনএইচডিপি-৭ | রিংরোড, বাইপাস, শ্রেণী বিভাজক, সার্ভিস রোড ইত্যাদি | ৭০০ কিমি (৪৩০ মা) | ১৫,০০০ |
মোট | ৪৫,০০০ কিমি (২৮,০০০ মা) | ১৬,৯০,৫০০ (পুনঃপরীক্ষীত ২২,০০,০০০) |
টীকা: ১ কোটি = ১০ মিলিয়ন
অগ্রাধিকার | এনএইচডিপি পর্যায় | দৈর্ঘ (কিমি) | অবস্থা | অনুমোদন | সমাপ্তি লক্ষ্য |
---|---|---|---|---|---|
১ | পর্যায় ১ | ৫,৮৪৬ কিমি (৩,৬৩৩ মা) | সমাপ্ত | ডিসেম্বর ২০০০ | ডিসেম্বর ২০০৬ |
২ | পর্যায় ২ | ৭,৩০০ কিমি (৪,৫০০ মা) | নির্মীয়মান | ডিসেম্বর ২০০৩ | ডিসেম্বর ২০০৯ |
৩ | পর্যায় ৩ ক | ৪,০০০ কিমি (২,৫০০ মা) | শনাক্তকৃত | মার্চ ২০০৫ | ডিসেম্বর ২০০৯ |
৪ | পর্যায় ৫ | ৬,৫০০ কিমি (৪,০০০ মা) | সোনালী চতুর্ভুজের ৫,৭০০ কিমি সম্পন্ন ও ৮০০ কিমি শনাক্তকৃত | নভেম্বর ২০০৫ | ডিসেম্বর ২০১২ |
৫ | পর্যায় ৩ খ | ৬,০০০ কিমি (৩,৭০০ মা) | শনাক্তকৃৃৃত | মার্চ ২০০৬ | ডিসেম্বর ২০১২ |
৬ | পর্যায় ৭ ক | ৭০০ কিমি (৪৩০ মা) | রিংরোড শনাক্তকৃত | ডিসেম্বর ২০০৬ | ডিসেম্বর ২০১২ |
৭ | পর্যায় ৪ ক | ৫,০০০ কিমি (৩,১০০ মা) | শনাক্ত হবে | ডিসেম্বর ২০০৬ | ডিসেম্বর ২০১২ |
৮ | পর্যায় ৭ খ | রিংরোড শনাক্ত হবে | ডিসেম্বর ২০০৭ | ডিসেম্বর ২০১৩ | |
৯ | পর্যায় ৪ খ | ৫,০০০ কিমি (৩,১০০ মা) | শনাক্ত হবে | ডিসেম্বর ২০০৭ | ডিসেম্বর ২০১৩ |
১০ | পর্যায় ৬ ক | ৪০০ কিমি (২৫০ মা) | শনাক্তকৃৃত | ডিসেম্বর ২০০৭ | ডিসেম্বর ২০১৪ |
১১ | পর্যায় ৭ গ | রিংরোড শনাক্ত হবে | ডিসেম্বর ২০০৮ | ডিসেম্বর ২০১৪ | |
১২ | পর্যায় ৪ গ | ৫,০০০ কিমি (৩,১০০ মা) | শনাক্ত হবে | ডিসেম্বর ২০০৮ | ডিসেম্বর ২০১৪ |
১৩ | পর্যায় ৬ খ | ৬০০ কিমি (৩৭০ মা) | শনাক্ত হবে | ডিসেম্বর ২০০৮ | ডিসেম্বর ২০১৫ |
১৪ | পর্যায় ৪ ঘ | ৫,০০০ কিমি (৩,১০০ মা) | শনাক্ত হবে | ডিসেম্বর 2009 | ডিসেম্বর 2015 |
বর্তমানে এনএইচডিপি-এর ৬ নং পর্যায় ব্যতীত প্রতিটিই শুরু হয়েছে৷ বর্তমানে ৪৯,২৬০ কিমি দৈর্ঘের জাতীয় সড়ক আন্তর্জাতিক পর্যায়ে উন্নত করা সম্ভব হয়েছে৷ নিম্নোক্ত পরিসংখ্যান ২০১৮ খ্রিস্টাব্দের ৩১শে মাার্চ পর্যন্ত:
জাতীয় সড়ক উন্নয়ন পরিকল্পনা
(এনএইচডিপি) | ||||||
প্রকল্প | মোট দৈর্ঘ (কিমি) | ৪/৬ লেন (কিমি) | নির্মীয়মান (কিমি) | বাস্তবায়নের চুক্তি (নং) | অতিরিক্ত অংশ (কিমি) | |
এনএইচ ডিপি | সো.চ. | ৫,৮৪৬ | ৫,৮৪৬
(১০০.০০%) |
০ | ০ | - |
উঃদঃ - পূঃপঃ
প. ১ ও ২ |
৭,১৪২ | ৭,১৪২ | ০ | ০ | ||
বন্দর
যোগাযোগ |
৪৩৫ | ৩৭৯ | ৫৬ | ৬ | - | |
এনএইচডিপি পর্যায় ৩ | ১১,৮০৯ | ৬,৮৩৫ | ৩,২২৭ | ৮১ | ১,৭৪৭ | |
এনএইচডিপি পর্যায় ৪ | ১৩,২০৩ | ২,০৫৪ | ৪,৬৫৪ | ৬৪ | ৬,৪৯৫ | |
এনএইচডিপি পর্যায় ৫ | ৬,৫০০ | ২,৩৫৯ | ৭৬১ | ২২ | ৩,৩৮০ | |
এনএইচডিপি পর্যায় ৬ | ১,০০০ | - | ১৬৫ | ৮ | ৮৩৫ | |
এনএইচডিপি পর্যায় ৭ | ৭০০ | ২২ | ১৯ | ১ | ৬৫৯ | |
এনএইচডিপি মোট | ৪৬,৬৩৫ | ২৩,৯২২ | ৯,৩৪০ | ২২১ | ১৩,৩৭৩ | |
অন্যান্য (প.-১, প.-২ এবং মিশ্র) | ১,৮৪৪ | ১,৬১৪ | ২৩০ | ১১ | - | |
এসএআরডিপি - এনই | ১১১ | ১০৫ | ৫ | ১ | - | |
মোট | ৪৮,৫৮৯ | ২৫,৬৪১* | ৯,৫৭৫ | ২৩৩ | ১৩,৩৭৩ | |
* এনএইচডিপির পর্যায় ৪ এর অধীনে ২০,০০০ কিমি অনুমোদিত হয়, যার মধ্যে ১৪,৮০০ কিমি এনএইচএআই-এর বরাদ্দ এবং বাকি অংশের দায়িত্বে রয়েছে এমওআরটিএইচ | ||||||