জাতীয় সড়ক ১১৪ | ||||
---|---|---|---|---|
পথের তথ্য | ||||
দৈর্ঘ্য | ১০৯ কিমি (৬৮ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
উত্তর প্রান্ত: | মল্লাপুর | |||
এনএইচ ১৪ মল্লাপুর এনএইচ ১৯ বর্ধমান | ||||
দক্ষিণ প্রান্ত: | বর্ধমান | |||
অবস্থান | ||||
রাজ্য | পশ্চিমবঙ্গ | |||
প্রাথমিক গন্তব্যস্থল | সাইথিয়া-বোলপুর | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
জাতীয় সড়ক ১১৪ হল ভারতের একটি জাতীয় সড়ক। এই মহাসড়কটি মল্লাপুর, ময়ুরেশ্বর, সাঁইথিয়া, প্রান্তীক, বোলপুর,ভেদীয়া, গুশকরা, টালিট হয়ে বর্ধমান পর্যন্ত গেছে। এই সড়কটি মল্লাপুরে জাতীয় সড়ক ১৪ -এর সঙ্গে যুক্ত এবং বর্ধমানে জাতীয় সড়ক ১৯ -এর সঙ্গে যুক্ত। এই সড়কের মোট দৈর্ঘ্য হল ১০৯ কিলোমিটার (৬৮ মা)।[১]