জাতীয় সড়ক ১১৪ (ভারত)

জাতীয় সড়ক ১১৪ shield}}
জাতীয় সড়ক ১১৪
Renumbered National Highways map of India (Schematic).jpg
পথের তথ্য
দৈর্ঘ্য১০৯ কিমি (৬৮ মা)
প্রধান সংযোগস্থল
উত্তর প্রান্ত:মল্লাপুর
প্রধান সংযোগস্থলএনএইচ ১৪ মল্লাপুর
এনএইচ ১৯ বর্ধমান
দক্ষিণ প্রান্ত:বর্ধমান
অবস্থান
রাজ্যপশ্চিমবঙ্গ
প্রাথমিক
গন্তব্যস্থল
সাইথিয়া-বোলপুর
মহাসড়ক ব্যবস্থা
এনএইচ ১৪ এনএইচ ১১৪

জাতীয় সড়ক ১১৪ হল ভারতের একটি জাতীয় সড়ক। এই মহাসড়কটি মল্লাপুর, ময়ুরেশ্বর, সাঁইথিয়া, প্রান্তীক, বোলপুর,ভেদীয়া, গুশকরা, টালিট হয়ে বর্ধমান পর্যন্ত গেছে। এই সড়কটি মল্লাপুরে জাতীয় সড়ক ১৪ -এর সঙ্গে যুক্ত এবং বর্ধমানে জাতীয় সড়ক ১৯ -এর সঙ্গে যুক্ত। এই সড়কের মোট দৈর্ঘ্য হল ১০৯ কিলোমিটার (৬৮ মা)।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (পিডিএফ)। New Delhi: Department of Road Transport and Highways। ১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১২