জাতীয় সড়ক ৭১৭A | ||||
---|---|---|---|---|
পথের তথ্য | ||||
দৈর্ঘ্য | ২০০ কিমি (১২০ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
দক্ষিণ প্রান্ত: | বগরাকোট, পশ্চিমবঙ্গ | |||
উত্তর প্রান্ত: | গ্যাংটক, সিকিম | |||
অবস্থান | ||||
রাজ্য | পশ্চিমবঙ্গ, সিকিম | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
জাতীয় সড়ক ৭১৭এ হল ভারতের জাতীয় সড়ক, যার একটি অংশ ভারত সরকারের সংস্থা সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রণালয়ের ভারতমালা পরিযোজনার অংশ। [১] [২] সড়কটিকে সাধারণভাবে এনএইচ ৭১৭এ হিসাবে উল্লেখ করা। এনএইচ ৭১৭১এ পশ্চিমবঙ্গের বাগরাকোটে শুরু হয় এবং সিকিমের গ্যাংটকে শেষ হয়।[৩] এনএইচ ৭১৭এ ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের মধ্যে বিস্তৃত। এটি পশ্চিমবঙ্গের দুটি জেলা জলপাইগুড়ি জেলা ও কালিম্পং জেলা এবং সিকিমের দুটি জেলা পাকিয়ং জেলা ও পূর্ব সিকিম জেলা মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। [২] [৪]
বাগরাকোট - লাভা - আলগড়া - পেডং - পশ্চিমবঙ্গ-সিকিম সীমানা।[১][২][৫]
পশ্চিমবঙ্গ-সিকিম বর্ডার - রেনক - রোরথাং - পাকিয়ং বিমানবন্দর - পাকিয়ং বাজার - রানিপুল - গ্যাংটক।[১][২][৫]