জামশরু জেলা Jamshoro District ضلعو ڄامشورو | |
---|---|
জেলা | |
![]() মানচিত্রের জামশোরের জেলাগুলির তুলে ধরা হয়েছে | |
স্থানাঙ্ক: ২৫°২৫′৫৭″ উত্তর ৬৮°১৫′৪৭″ পূর্ব / ২৫.৪৩২৫১২° উত্তর ৬৮.২৬৩১৭১° পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | সিন্ধু |
সদরদপ্তর | জামশরু |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• মোট | ৯,৯৩,১৪২ |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৫ |
ওয়েবসাইট | www |
জামশরু জেলা (সিন্ধি: ضلعو ڄام شورو, উর্দু: ضِلع جامشورو), পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত একটি জেলা। জামশরু শহর হচ্ছে জামশরু জেলার রাজধানী।
২০০৪ সালের ডিসেম্বরে জামশরু জেলা দাদু জেলা থেকে বিভক্ত করে গঠন করা হয়। এটি সিন্ধু নদীর পশ্চিম তীরে অবস্থিত। কোত্রি তালুকার সদর দপ্তর হচ্ছে কোত্রি।
জেলা প্রশাসনিকভাবে নিম্নোক্ত তহশিলগুলিতে বিভক্ত:
জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে সান।