আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | ||
---|---|---|
আইসিসি মর্যাদা | সহযোগী সদস্য (২০০৫) | |
আইসিসি অঞ্চল | ইউরোপ | |
বিশ্ব ক্রিকেট লিগ | চতুর্থ | |
আন্তর্জাতিক ক্রিকেট | ||
প্রথম আন্তর্জাতিক | ১৯৫৭ ব গার্নসি | |
| ||
১৮ আগস্ট, ২০০৯ অনুযায়ী |
জার্সি ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ব্রিটিশ রাজার অধীনস্থ অঞ্চল জার্সি'র প্রতিনিধিত্ব করছে। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমোদনলাভকারী সদস্য মনোনীত হয়।[১] এরপর ২০০৭ সালে সহযোগী সদস্যের মর্যাদা লাভ করে।[১] বৈশ্বিক পর্যায়ে দলটির বর্তমান অবস্থান ২৯তম। এছাড়া ইউরোপে টেস্টবিহীন দলের বাইরে তাদের অবস্থান ৬ষ্ঠ। তারা বিশ্ব ক্রিকেট লীগ চতুর্থ বিভাগ[২] ও ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ প্রথম বিভাগে অংশ নিচ্ছে।[৩]
প্রতিবেশী গার্নসি দ্বীপের বিরুদ্ধে ১৯৫৭ সালে প্রথমবারের মতো খেলায় অংশ নেয়। খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। ১৯৬০ সালে জার্সি প্রথম জয় পায়। ১৯৯২ থেকে ২০০১ সালে পর্যন্ত টানা দশ খেলায় জয় পায় দলটি।[৪] এরপর ২০০৬ সাল পর্যন্ত একাধারে পাঁচ জয় পায় গার্নসি। ২০০৫ সালে আইসিসি’র অনুমোদনলাভকারী সদস্য মনোনীত হয়। এরফলে দলটি ২০০৬ সালে স্কটল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ দ্বিতীয় বিভাগে অংশ নেয়। কিন্তু ফাইনালে নরওয়ের কাছে পরাজিত হয়।[৫] পরের মার্চে তিন খেলার সিরিজে ইতালিকে পরাজিত করলে আইসিসি তাদেরকে সহযোগী সদস্য হিসেবে উত্তীর্ণ হয়।[৬] জুনে লর্ড’সে অনুষ্ঠিত আইসিসি’র সভায় তাদেরকে সহযোগী সদস্যের মর্যাদা দেয়া হয়।[৭]