জাসির চুক্তি

জাসির চুক্তি
{{{image_alt}}}
(ডোরাকাটা দাগ) অঞ্চলটি রাশিয়াকে দেওয়া হয়েছে
ধরণশান্তি চুক্তি
স্বাক্ষর৯ই জানুয়ারি ১৭৯২
স্থানজাসি (য়াশি), মলদেভিয়া
স্বাক্ষরকারী
ভাষাসমূহরুশ, উসমানীয় তুর্কি

জাসি চুক্তি মলদাভিয়ার জাসি বা য়াশিতে রুশ সাম্রাজ্যউসমানীয় সাম্রাজ্যের মধ্যে সম্পাদিত একটি শান্তি চুক্তি। যার উদ্দেশ্য ছিল, ১৭৮৭-৯২ পর্যন্ত চলে আসা রুশ-তুর্কী যুদ্ধের ইতি ঘটানো। এর ফলে, রাশিয়ার কৃষ্ণ সাগরে আধিপত্য বৃদ্ধি হয়।[]

উসমানীয় সাম্রাজ্যের উজিরে আজম কোকা ইউসুফ পাশা এবং রুশ রাজকুমার বেজবোরোদকো চুক্তিটিতে স্বাক্ষর করেন। রাজকুমার বেজবোরোদকো প্রিন্স পোটেমকিনের উত্তরসূরী নির্বাচিত হয়েছিলেন, যখন পোটেমকিন মারা যান।) এই জাসির চুক্তিটি ১৭৭৪ সালে সম্পাদিত কুসুক কাইনারজি চুক্তিতে হওয়া ক্রিমীয় খানাতের দখলকে আনুষ্ঠানিকভাবে রুশ সাম্রাজ্যের জন্য নিশ্চিত করে[] এবং ইউরোপীয় রুশ-তুর্কী সীমান্ত তৈরি করতে ইয়েদিসান (দেনিস্তার ও বাগ নদীর মধ্যখানের অঞ্চল) রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়। আর এশিয়ার সীমান্তকে (কুবান নদী) অপরিবর্তিত রেখে দেয়া হয়।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

 

  1. Hitchens, Keith (২০১২)। "Great Powers, Small Powers: Wallachia and Georgia Confront the Eastern Question, 1768–1802"। The Balkans and Caucasus: Parallel Processes on the Opposite Sides of the Black Sea। Cambridge Scholars Publishing। পৃষ্ঠা 20। আইএসবিএন 978-1-4438-3705-7 
  2. "Russia and Turkey signed the Treaty of Jassy"Presidential Library of Russia। ২০০৯। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬