ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জাহির খান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | আফগানিস্তান | ২০ ডিসেম্বর ১৯৯৮||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বাম-হাতি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | স্লো লেফট-আর্ম স্পিনার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট (ক্যাপ ১৭) | ৫ সেপ্টেম্বর ২০১৯ বনাম বাংলাদেশ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র ওডিআই (ক্যাপ ৪৭) | ১০ মার্চ ২০১৯ বনাম আয়ারল্যান্ড | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৭-বর্তমান | বান্ড-ই-আমীর অঞ্চল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৭ | মিস আইনাক নাইটস | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৭ | রংপুর রাইডার্স | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৮ | মুলতান সুলতান্স | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৮ | রাজস্থান রয়্যালস | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৮ | ল্যাঙ্কাশায়ার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৮-বর্তমান | নঙ্গারহার লিউপার্ডস | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৯ | খুলনা টাইটানস | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৯ | ইসলামাবাদ ইউনাইটেড | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৯ | জ্যামাইকা তালাওয়াস | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ৭ সেপ্টেম্বর ২০১৯ |
জহির খান (পশতু: ظاهر خان; জন্ম ২০ ডিসেম্বর ১৯৯৮) একজন আফগান ক্রিকেটার। সেপ্টেম্বর ২০১৯ সালে আফগানিস্তান ক্রিকেট দলের হয়ে টেস্ট ম্যাচের অভিষেক ঘটে।[১]
২০১৫ সালের ২১ নভেম্বর ২০১৫-১৬ আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে পাপুয়া নিউ গিনির বিপক্ষে আফগানিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়।[২] জাহির ২০১৬ সালে আফগা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলেন।[৩]
তিনি ১০ আগস্ট ২০১৭ সালে গাজী আমানউল্লাহ খান আঞ্চলিক ওয়ানডে টুর্নামেন্টে ব্যান্ড-ই-আমির অঞ্চলের হয়ে লিস্ট এ ক্রিকেটে আত্মপ্রকাশ করেন।[৪] উক্ত প্রতিযোগিতায় করিম জানাতের পাশাপাশি খানও ১২টি উইকেট নিয়ে হয়ে যান টুর্নামেন্টে যৌথ সেরা উইকেট লাভকারী ছিলেন।[৫] তিনি ১২ সেপ্টেম্বর ২০১৭ সালে শাপেইজা ক্রিকেট লিগ প্রতিযোগিতায় মিস আইনক নাইটসের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করেন।[৬]
আগস্ট ২০১৮ মৌসুমের বাকী সময়টি তিনি ব্যয় করেন ইংলিশ সাইড ক্লাব ল্যাঙ্কাশায়ারে[৭] ২০১৮ সালে আহমেদ শাহ আবদালি চার দিনের টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ত্রিশ উইকেট নিয়ে তিনি হন প্রতিযোগিতার সেরা উইকেট শিকারী।[৮]
২০১৮ এর সেপ্টেম্বরে, আফগানিস্তান প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের প্রথম সংস্করণে তিনি নাম লেখান নঙ্গারহার স্কোয়াডে।[৯] অক্টোবর ২০১৮তেবাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য তাকে খুলনা টাইটানস দলের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।[১০]
ডিসেম্বর ২০১৭ সালে, তাকে ২০১৮ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য আফগান স্কোয়াডভূক্ত হন।[১১] জানুয়ারী ২০১৮ সালে, তিনি আইপিএল নিলামের মাধ্যমে রাজস্থান রয়্যালসে চলে আসেন।[১২][১৩] ডিসেম্বর ২০১৮তে এসিসি উদীয়মান দল এশিয়া কাপের জন্য আফগানিস্তানের অনূর্ধ্ব-২৩ দলের জন্য নির্বাচিত হন।[১৪]
মে ২০১৮ সালে, ভারতের বিপক্ষে আফগানিস্তানের উদ্বোধনী টেস্ট ম্যাচের জন্য স্কোয়াডভূক্ত হন, কিন্তু ম্যাচের জন্য তাকে নির্বাচিত করা হয়নি।[১৫][১৬]
২০১৮ সালের ফেব্রুয়ারিতে, ভারতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য আফগানিস্তানের একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) এবং টি-টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) স্কোয়াডে তাকে নাম দেওয়া হয়েছিল।[১৭][১৮] তিনি ১০ই মার্চ, ২০১৯ এ আয়ারল্যান্ডের বিপরীতে একদিনের আন্তর্জাতিকে অভিষিক্ত হন।[১৯] ওয়ানডে সিরিজের সমাপ্তির পরে, তাকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য আফগান টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু তিনি খেলেননি।[২০]
আগস্ট ২০১৯ এ, বাংলাদেশের বিপক্ষে একটিমাত্র টেস্ট ম্যাচের জন্য তাকে আফগানিস্তানের টেস্ট দলে জায়গা জায়গা পায়।[২১][২২] ৫ সেপ্টেম্বর ২০১৯ আফগানিস্তানের হয়ে বাংলাদেশের বিপরীতে তার টেস্ট অভিষেক হয়।[২৩]