জুহি আসলাম | |
---|---|
জন্ম | |
শিক্ষা | বি.এড. |
কর্মজীবন | ২০১০-বর্তমান |
উচ্চতা | ৪ ফুট ১ ইঞ্চি (১.২৪ মিটার) |
দাম্পত্য সঙ্গী | মোহাম্মদ করিম (বি. ২০১৮) |
সন্তান | আব্দুর রহিম |
জুহি আসলাম একজন ভারতীয় অভিনেত্রী, যিনি হিন্দি টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন।[১][২] তিনি বাবা অ্যায়সো বর ঢুণ্ডো ধারাবাহিকে ভারতী চৌহান চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। এই ভূমিকার জন্য তিনি ২০১১ সালে বর্ষসেরা পারফর্মার (মহিলা) হিসেবে ভারতীয় টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ড জিতেছেন।[৩]
জুহি'র জন্ম উত্তর প্রদেশে। তিনি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। তার উচ্চতা ৪'১"। টাইমস অফ ইন্ডিয়ার সাথে একটি সাক্ষাৎকারে তার উচ্চতা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন: "আমার উচ্চতা আমার সবচেয়ে বড় শক্তি"।[৪] তার প্রথম টেলিভিশন ধারাবাহিক বাবা অ্যায়সো বর ঢুণ্ডো বামন মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছিল।[৫]
২০১৮ সালে তিনি করিমকে বিয়ে করেন।[৫] এই দম্পতির মোহাম্মদ রহিম নামে একটি ছেলে সন্তান রয়েছে।[৬][৭][৮]