![]() ২০২০ সালে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে সানচো | |||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জেডন মালিক সানচো[১] | ||||||||||||||||
জন্ম | [২] | ২৫ মার্চ ২০০০||||||||||||||||
জন্ম স্থান | লন্ডন, ইংল্যান্ড | ||||||||||||||||
উচ্চতা | ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)[৩] | ||||||||||||||||
মাঠে অবস্থান | ফরওয়ার্ড | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | ম্যানচেস্টার ইউনাইটেড | ||||||||||||||||
জার্সি নম্বর | ২৫ | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
২০০৭–২০১৫ | ওয়াটফোর্ড | ||||||||||||||||
২০১৫–২০১৭ | ম্যানচেস্টার সিটি | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০১৭ | বরুশিয়া ডর্টমুন্ড II | ৩ | (০) | ||||||||||||||
২০১৭–২০২১ | বরুসিয়া ডর্টমুন্ড | ১০৪ | (৩৮) | ||||||||||||||
২০২১– | ম্যানচেস্টার ইউনাইটেড | ১ | (০) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০১৫–২০১৬ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ | ১১ | (৭) | ||||||||||||||
২০১৬–২০১৭ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ | ১৮ | (১৪) | ||||||||||||||
২০১৭–২০১৮ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৭ | (২) | ||||||||||||||
২০১৮– | ইংল্যান্ড | ২২ | (৩) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:২২, ১৪ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২২:১৩, ১১ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জেডন মালিক সানচো (জন্ম ২৫ মার্ট ২০০০) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবলার, যিনি একজন উইঙ্গার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লীগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড-এর হয়ে খেলেন। পূর্বে তিনি জার্মান বুন্দেসলিগা ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড, ইংল্যান্ডের ক্লাব ওয়াটফোর্ড এবং জনপ্রিয় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি-এ একজন কিশোর খেলোয়াড় ছিলেন। একজন ইংরেজ কিশোর আন্তর্জাতিক ফুটবলার, সানচো ২০১৭ সালের ২০১৭ ফিফা আনুর্ধ-১৭ বিশ্বকাপ দলের একজন সদস্য ছিলেন, যেটি সেই আসরটিতে শিরোপা জয় করে।
সানচোর জন্ম, ইংল্যান্ড-এর রাজধানী লন্ডন শহরে, ক্যারিবীয় ত্রিনিদাদ এবং টোবাগো-থেকে আগত পিতা-মাতার পরিবারে।[৪]
সানচো, মাত্র সাত বছর বয়সে ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবল ক্লাব ওয়াটফোর্ড-এ যোগ দেন। ২০১৫ সালের মার্চ মাসে মাত্র ১৪ বছর বয়সে ইপিপিপি-এর আওতায় প্রাথমিকভাবে ৬৬,০০০ পাউন্ডের বেতনের বিনিময়ে সানচো, জনপ্রিয় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি-এ চলে আসেন, যদিও টাকার অঙ্কটি বেড়ে ৫ লাখ পাউন্ডে দাড়ায়।[৫] সানচো ম্যানচেস্টার সিটি একাডেমীতে প্রতিনিয়নত মুগ্ধ করতে থাকেন এবং তিনি তিনজন খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন, যাদের সম্পর্কে ম্যানচেস্টার সিটির সভাপতি খালদুন আল মুবারক বলেছিলেন ২০১৭ সালের মে মাসের মধ্যে খুব দ্রুত তাদেরকে জেষ্ঠ দলে দেখাযাবে।[৬][৭] ২০১৭ সালের জুলাই মাসে, নতুন চুক্তির সময় খেলার প্রতিশ্রুতি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় সানচোকে প্রাক মৌসুমের সফরত দল থেকে বাদ দদেয়া হয়।[৮][৯][১০] পরবর্তীকালে জানানো হয় যে, সানচো ক্লাব থেকে জোর করে চলে যেতে চেয়েছিলো।[১১][১২]
২০১৭ সালের ৩১শে আগস্ট, সানচো জার্মান ঘরোয়া লিগ মুন্দেসলিগা-এর জনপ্রিয় ফুটবল ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড-এ ৮ মিলিয়ন পাউন্ডের মত পারিশ্রমিকের বিনিময়ে যোগ দেন এবং তখনই তাকে দলের প্রথম ১১ জনের মূল দলে সম্প্রতি চলে যাওয়া উসমান দেম্বেলে-এর ৭ নম্বর জার্সিতে যুক্ত করা হয়।
২০২১ সালের ২৩ জুলাই সানচো ৫ বছরের চুক্তিতে আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যোগদান করেন।[১৩] ১৪ আগস্ট ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লিডস ইউনাইটেডের বিপক্ষে সানচোর অভিষেক হয়।[১৪]
সানচো ইতোমধ্যে ইংল্যান্ডের বিভিন্ন বয়স ভিত্তিক কিশোর জাতীয় দল সমূহে খেলেছেন, যেগুলো অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৮ পর্যায়ে।
২০১৭ সালের মে মাসে আয়োজিত, ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ-এর জন্য করা ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দল-এর সাথে যুক্ত ছিলেন, যেটি প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলো, তিনি তার খেলোয়াড়ী নৈপুন্যের জন্য প্রতিযোগিতাটির সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
বরুশিয়া ডর্টমুন্ডে, ২০১৮–১৯ মৌসুমে এক চিত্তাকর্ষক শুরুর পরবর্তীকালে, সানচো ২০১৮ সালের ৪ঠা অক্টোবর ইউয়েফা নেশনস কাপ-এর সূচিতে ক্রোয়েশিয়া এবং স্পেন জাতীয় দলের সাথে ম্যাচের জন্য অনুশীলনে প্রথম বারের মত ইংল্যান্ডের জেষ্ঠ দলে ডাক পান।[১৫]