ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জেসি এলিস লিঙ্গার্ড | ||
জন্ম | [১] | ১৫ ডিসেম্বর ১৯৯২||
জন্ম স্থান | ওয়ারিংটন, ইংল্যান্ড | ||
উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ১৪ | ||
যুব পর্যায় | |||
ফ্লেচার মস রেঞ্জার্স | |||
–২০০০ | পেনকেথ ইউনাইটেড | ||
২০০০–২০১১ | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১১– | ম্যানচেস্টার ইউনাইটেড | ১৩৪ | (১৮) |
২০১২–২০১৩ | → লেস্টার সিটি (ধার) | ৫ | (০) |
২০১৩–২০১৪ | → বার্মিংহ্যাম সিটি (ধার) | ১৩ | (৬) |
২০১৪ | → ব্রাইটন (ধার) | ১৫ | (৩) |
২০১৫ | → ডার্বি কাউন্টি (ধার) | ১৪ | (২) |
২০২১ | → ওয়েস্ট হ্যাম (ধার) | ১৬ | (৯) |
জাতীয় দল‡ | |||
২০০৮ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ | ৩ | (০) |
২০১৩–২০১৫ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ | ১১ | (২) |
২০১৬– | ইংল্যান্ড | ২৯ | (৪) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৩১, ৩০ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৩১, ৩০ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জেসি এলিস লিঙ্গার্ড (ইংরেজি: Jesse Lingard, ইংরেজি উচ্চারণ: /ˈʤɛsi ˈlɪŋɡərd/; জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৯২; জেসি লিঙ্গার্ড নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ইংরেজ ফুটবল ক্লাব ফ্লেচার মস রেঞ্জার্সের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে লিঙ্গার্ড ফুটবল জগতে প্রবেশ করেছেন[২] এবং পরবর্তীকালে পেনকেথ ইউনাইটেড[৩] এবং ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১১–১২ মৌসুমে, ইংরেজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তিবদ্ধ থাকাকালীন তিনি ইংরেজ ক্লাব লেস্টার সিটি, বার্মিংহ্যাম সিটি, ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন, ডার্বি কাউন্টি এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে ধারে খেলেছেন।
২০০৮ সালে, লিঙ্গার্ড ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৯ ম্যাচে ৪টি গোল করেছেন। তিনি ইংল্যান্ডের হয়ে ২০১৮ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি গ্যারেথ সাউথগেটের অধীনে ফিফা বিশ্বকাপের চতুর্থ স্থান অধিকার করেছেন।
ব্যক্তিগতভাবে, লিঙ্গার্ড বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০২১ সালের এপ্রিল মাসে প্রিমিয়ার লিগের মাসের সেরা খেলোয়াড় এবং গোলের পুরস্কার অন্যতম।[৪][৫] দলগতভাবে, লিঙ্গার্ড এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে হয়ে জয়লাভ করেছেন।
জেসি এলিস লিঙ্গার্ড ১৯৯২ সালের ১৫ই ডিসেম্বর তারিখে ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি উইলিয়াম বিমন্ট কমিউনিটি হাই স্কুলে পড়াশুনা করেছেন।[৬] তার চাচাতো বোন গ্যাব্রিয়েল জর্জও একজন পেশাদার ফুটবল খেলোয়াড়।[৭]
লিঙ্গার্ড ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে তিনি ২০১৫ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন,[৮][৯] যেখানে তার দল গ্রুপ পর্ব শেষে মাত্র ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এই আসরে তিনি ৩ ম্যাচে ১টি গোল করেছিলেন।[১০] ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ১৪ ম্যাচে অংশগ্রহণ করে ২টি গোল করেছেন। তিনি ২০১৫ সালের ৩০শে মার্চ অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জার্মানি অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[১১][১২]
২০১৬ সালের ৮ই অক্টোবর তারিখে, মাত্র ২৩ বছর ৯ মাস ২৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী লিঙ্গার্ড মাল্টার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[১৩][১৪] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[১৫][১৬] ম্যাচে তিনি ১১ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[১৭] ম্যাচটি ইংল্যান্ড ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[১৮] ইংল্যান্ডের হয়ে অভিষেকের বছরে লিঙ্গার্ড সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১ বছর ৮ মাস ১৫ দিন পর, ইংল্যান্ডের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন; ২০১৮ সালের ২৩শে মার্চ তারিখে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[১৯][২০][২১]
লিঙ্গার্ড রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য গ্যারেথ সাউথগেটের অধীনে ঘোষিত ইংল্যান্ড দলে স্থান পাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন।[২২][২৩] ১৮ই জুন তারিখে, তিনি তিউনিসিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে ফিফা বিশ্বকাপে অভিষেক করেছেন।[২৪][২৫][২৬] ছয় দিন পর, পানামার বিরুদ্ধে ম্যাচের ৩৬তম মিনিটে রাহিম স্টার্লিংয়ের অ্যাসিস্ট হতে ডান পা দিয়ে তিনি ফিফা বিশ্বকাপে তার প্রথম গোলটি করেছেন।[২৭][২৮][২৯] এই আসরের তৃতীয় স্থান নির্ধারণী ইংল্যান্ড বেলজিয়ামের কাছে ২–০ গোলের ব্যবধানে পরাজিত হয়ে চতুর্থ স্থান অর্জন করেছিল।[৩০] যেখানে তিনি ৬ ম্যাচে ১টি গোল করেছেন।[৩১]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইংল্যান্ড | ২০১৬ | ৩ | ০ |
২০১৭ | ৫ | ০ | |
২০১৮ | ১৪ | ৪ | |
২০১৯ | ২ | ০ | |
২০২১ | ৫ | ০ | |
সর্বমোট | ২৯ | ৪ |