জোসেফিন হল | |
---|---|
Josephine Hull | |
![]() ১৯৫২ সালে হল | |
জন্ম | ম্যারি জোসেফিন শেরউড ৩ জানুয়ারি ১৮৭৭ |
মৃত্যু | মার্চ ১২, ১৯৫৭ দ্য ব্রংক্স, নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮০)
সমাধি | নিউটন সেমেটারি |
অন্যান্য নাম | জোসেফিন শেরউড |
মাতৃশিক্ষায়তন | র্যাডক্লিফ কলেজ |
পেশা | অভিনেত্রী, পরিচালক |
কর্মজীবন | ১৯০৫-১৯৫৫ |
দাম্পত্য সঙ্গী | শেলি হল (বি. ১৯১০; মৃ. ১৯১৯) |
ম্যারি জোসেফিন হল (ইংরেজি: Marie Josephine Hull; জন্ম: শেরউড; ৩ জানুয়ারি ১৮৭৭ - ১২ মার্চ ১৯৫৭) একজন মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী এবং মঞ্চ পরিচালক ছিলেন। ৫০ বছরের বেশি সময় ধরে তিনি মঞ্চনাটকে সফল ছিলেন এবং মঞ্চে তার অভিনীত উল্লেখযোগ্য চরিত্রগুলো চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি হার্ভি (১৯৫০) চলচ্চিত্রে ভেটা লুই সিমন্স অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এই চরিত্রটির মূল ব্রডওয়ে মঞ্চনাটকেও তিনি প্রথম অভিনয় করেছিলেন। '
হল ১৮৭৭ সালের ৩রা জানুয়ারি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নিউটনভিলে জন্মগ্রহণ করেন।[১][২] কিন্তু পরবর্তীকালে তিনি তার বয়স কমিয়ে ফেলেন।[ক] তার পিতা উইলিয়াম এইচ. শেরউড ও মাতা ম্যারি এলিজাবেথ "মিনি" টিউকসবারি। তারা চার ভাইবোন ছিলেন।[৬] জোসেফিন নিউ ইংল্যান্ড কনজারভেটরি অব মিউজিকে পড়াশোনা করেন এবং ১৮৯৯ সালে র্যাডক্লিফ কলেজ থেকে নাট্যতত্ত্ব বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।[৭]
বছর | চলচ্চিত্রের শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
১৯২৭ | গেট ইওর ম্যান | সিমোন দ্য ভিলনোভ | |
১৯২৯ | দ্য বিশপ্স ক্যান্ডলস্টিকস | পার্সোন | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
১৯৩২ | আফটার টুমরো | মিসেস পাইপার | |
কেয়ারলেস লেডি | আন্ট কোরা | ||
১৯৪৪ | আর্সেনিক অ্যান্ড ওল্ড লেস | আন্ট অ্যাবি ব্রিউস্টার | |
১৯৫০ | হার্ভি | ভেটা লুই সিমন্স | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার |
১৯৫১ | দ্য লেডি ফ্রম টেক্সাস | মিস বার্ডি হুইলার |
বছর | অনুষ্ঠান | পর্ব | সূত্র |
---|---|---|---|
১৯৫২ | থিয়েটার গিল্ড অব দি এয়ার | দ্য মিনেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড | [৮] |