জ্যাক রুবি | |
---|---|
জন্ম | Jacob Leonard Rubenstein ২৫ মার্চ ১৯১১ |
মৃত্যু | জানুয়ারি ৩, ১৯৬৭ | (বয়স ৫৫)
মৃত্যুর কারণ | Pulmonary embolism, secondary to lung cancer |
সমাধি | Westlawn Cemetery Norridge, Illinois ৪১°৫৭′২৯″ উত্তর ৮৭°৪৯′৩৭″ পশ্চিম / ৪১.৯৫৮১১০° উত্তর ৮৭.৮২৬৮৫৩° পশ্চিম |
পেশা | Nightclub operator |
অপরাধের অভিযোগ | Murder of Lee Harvey Oswald |
অপরাধের শাস্তি | Death (overturned) |
পিতা-মাতা |
|
জ্যাক রুবি (Jack Ruby) (মার্চ ২৫, ১৯১১ – জানুয়ারি ৩, ১৯৬৭) [১] প্রেসিডেন্ট জন এফ. কেনেডির আততায়ী লি হার্ভে অসওয়াল্ডের আততায়ী। তিনি পেশায় একজন নাইট ক্লাব অপারেটর ছিলেন। ২৪ শে নভেম্বর ১৯৬৩ সালে রুবি লী হার্বে ওসওয়াল্ডকে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুলি করে হত্যা করেন। এর দুই দিন আগে ওসওয়াল্ড যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জন এফ কেনেডিকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। ডালাসের জুরিগন তার মৃত্যুদন্ডের পক্ষে মত দেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার পর আদালত তার আপিল গ্রহণ করে নতুন করে বিচারের জন্য রায় দেন। তার নতুন বিচার শুরু হবার দিন রুবি অসুস্থ হয়ে পরেন [২] এবং কারাগারে মৃত্যুবরণ করেন। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।[৩][৪]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |