জ্যাক হেমিংওয়ে | |
---|---|
Jack Hemingway | |
জন্ম | জন হ্যাডলি নিকানর হেমিংওয়ে ১০ অক্টোবর ১৯২৩ |
মৃত্যু | ডিসেম্বর ১, ২০০০ | (বয়স ৭৭)
সমাধি | কেচাম সেমেটারি, আইডাহো, মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | কানাডীয়-মার্কিন |
নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | মন্টানা বিশ্ববিদ্যালয় |
পেশা | মৎস্য শিকারী, সংরক্ষণবাদী, লেখক। |
পিতা-মাতা | আর্নেস্ট হেমিংওয়ে (পিতা) হ্যাডলি রিচার্ডসন হেমিংওয়ে (মাতা) |
আত্মীয় | প্যাট্রিক হেমিংওয়ে (সৎ ভাই) গ্রেগরি হেমিংওয়ে (সৎ ভাই) |
জন হ্যাডলি নিকানর "জ্যাক" হেমিংওয়ে (ইংরেজি: John Hadley Nicanor "Jack" Hemingway; ১০ অক্টোবর ১৯২৩ - ১ ডিসেম্বর ২০০০) ছিলেন একজন কানাডীয়-মার্কিন মৎস্য শিকারী, সংরক্ষণবাদী ও লেখক। তিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের জ্যেষ্ঠ পুত্র।[১] তিনি ও তার সৎমা ম্যারি ওয়েলশ মিলে ১৯২০-এর দশকে প্যারিসের জীবন নিয়ে রচিত তার পিতার স্মৃতিকথা আ মুভেবল ফিস্ট (১৯৬৪)-এর সম্পাদনা করেন, যা আর্নেস্ট হেমিংওয়ের মৃত্যুর তিন বছর পর প্রকাশিত হয়। এছাড়া তিনি দুটি আত্মজীবনী রচনা করেন, সেগুলো হল মিসঅ্যাডভেঞ্চারস অব আ ফ্লাই ফিশারম্যান: মাই লাইফ উইথ অ্যান্ড উইদাউট পাপা (১৯৮৬) এবং আ লাইফ ওয়ার্থ লিভিং: দি অ্যাডভেঞ্চারস অব আ প্যাশনেট স্পোর্টসম্যান (২০০২)।[২]
জ্যাক হেমিংওয়ে ১৯২৩ সালের ১০ই অক্টোবর কানাডার অন্টারিওর টরন্টো শহরে জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে ও তার প্রথম স্ত্রী হ্যাডলি রিচার্ডসনের একমাত্র সন্তান। প্যাট্রিক ও গ্রেগরি হেমিংওয়ে তার দুই সৎ ভাই। তার নামের অংশগুলো তার নামের নাম এবং বিখ্যাত ম্যাটাডর নিকানর ভিয়ালতা ই সেরেসের নাম থেকে নেওয়া হয়।[৩] গারট্রুড স্টেইন ও অ্যালিস বি. টকলাস তার ধর্মমাতা ছিলেন।[১]
যখন তিনি হামাগুড়ি দিতে শিখেন তখন তার টেডি-বিয়ারের মত আচরণের জন্য তাকে তার মাতা "বাম্বি" বলে ডাকতেন।[৪] তার শৈশব কাটে প্যারিস ও অস্ট্রীয় আল্পস পর্বতের পাদদেশে[৫] এবং এসময়ে তিনি এজরা পাউন্ড, জেমস জয়েস, ক্লার্ক গেবল, গ্যারি কুপার ও ইংরিদ বারিমানদের সাথে সময় কাটানোর সুযোগ পান।[১]