ঝং Jhang جھنگ | |
---|---|
জেলা | |
![]() পাঞ্জাবের ঝং জেলার অবস্থান (কমলা দিয়ে চিহ্নিত করা হয়েছে )। | |
স্থানাঙ্ক: ৩০°৩৫′ উত্তর ৭১°৩৯′ পূর্ব / ৩০.৫৮৩° উত্তর ৭১.৬৫০° পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | পাঞ্জাব |
প্রতিষ্ঠাকাল | ১৮৪৯ |
রাজধানী | ঝং শহর |
জনসংখ্যা (২০১৭) | |
• মোট | ২৭,৪৩,৪১৬ |
সময় অঞ্চল | পিকেটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৪ |
ভাষা | পাঞ্জাবি (৯৫%) |
ঝং জেলা (পাঞ্জাবি এবং উর্দু: ضلع جھنگ) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত একটি অন্যতম জেলা। ঝং শহর হচ্ছে ঝং জেলার প্রধান রাজধানী শহর।[২] ২০০৯ সালে চিনিওট জেলা থেকে চিনিওট তহসিল পৃথক করে গঠন করা হয়।
জেলাটি ৪টি উপজেলা (বা তহসিল) নিয়ে গঠিত হয়েছে:[৩]
১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, ঝং এবং শর্কট তহসিলের জনসংখ্যার প্রায় ৯৫% জনগণ পাঞ্জাবী ভাষাকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়াও বাকী ৩.৮% লোকজন উর্দু ভাষায় কথা বলে থাকেন।[৪]