টমাস বেইজ | |
---|---|
জন্ম | আনু. ১৭০১ লন্ডন, ইংল্যান্ড |
মৃত্যু | ৭ এপ্রিল ১৭৬১ | (বয়স ৫৯)
জাতীয়তা | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | এডিনবরা বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | Bayes' theorem |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | সম্ভাবনা |
স্বাক্ষর | |
টমাস বেইজ (ইংরেজি: Thomas Bayes) (আনুমানিক ১৭০২—১৭ই এপ্রিল, ১৭৬১) একজন ইংরেজ গণিতবিদ যিনি সম্ভাবনার উপর কাজের জন্য বিখ্যাত। তার দেওয়া উপপাদ্যের উপর ভিত্তি করে পরিসংখ্যানিক অনুমানের (Statistical inference) একটি পদ্ধতি উদ্ভাবিত হয়। এই বিষয়ের উপর তার গবেষণাপত্র তার মৃত্যুর পরে ১৭৬৩ সালে প্রকাশিত হয়।