স্থানীয় নাম | 臺灣積體電路製造股份有限公司 | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ধরন | উন্মুক্ত | ||||||||||
আইএসআইএন | US8740391003 | ||||||||||
শিল্প | অর্ধপরিবাহী | ||||||||||
প্রতিষ্ঠাকাল | শিল্প প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান, শিঞ্চু, তাইওয়ান (১৯৮৭ ) | ||||||||||
প্রতিষ্ঠাতা | মরিস চাং | ||||||||||
সদরদপ্তর | , তাইওয়ান | ||||||||||
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী | ||||||||||
প্রধান ব্যক্তি |
| ||||||||||
উৎপাদনের আউটপুট |
| ||||||||||
মার্কাসমূহ | CyberShuttle prototyping service, Open Innovation Platform, eFoundry online services | ||||||||||
পরিষেবাসমূহ | সমন্বিত বর্তনী শিল্পোৎপাদন ও সংশ্লিষ্ট সেবাসমূহ | ||||||||||
আয় | [১] | ||||||||||
| |||||||||||
| |||||||||||
মোট সম্পদ |
| ||||||||||
মোট ইকুইটি |
| ||||||||||
কর্মীসংখ্যা | ৫১,২৯৭ (২০১৯)[২] | ||||||||||
অধীনস্থ প্রতিষ্ঠান |
| ||||||||||
চীনা নাম | |||||||||||
ঐতিহ্যবাহী চীনা | 台灣積體電路製造公司 | ||||||||||
সরলীকৃত চীনা | 台湾积体电路制造公司 | ||||||||||
| |||||||||||
সংক্ষিপ্ত রূপ | |||||||||||
ঐতিহ্যবাহী চীনা | 台積電 | ||||||||||
সরলীকৃত চীনা | 台积电 | ||||||||||
| |||||||||||
ওয়েবসাইট | www | ||||||||||
পাদটীকা / তথ্যসূত্র [৩] |
তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (Taiwan Semiconductor Manufacturing Company, Limited) বা সংক্ষেপে টিএসমসি (TSMC) (চীনা: 台灣積體電路製造股份有限公司; ফিনিন: Táiwān jī tǐ diànlù zhìzào gǔfèn yǒuxiàn gōngsī থাইওয়ান চি থি তিয়েনলু চিৎসাও কুফেন ইঔশিয়েন কুংসি)[৪][৫] একটি তাইওয়ানি বহুজাতিক ও চুক্তিভিত্তিক অর্ধপরিবাহী শিল্পোৎপাদন ও নকশাকরণ কোম্পানি (ব্যবসা প্রতিষ্ঠান)। এটি তাইওয়ানের বৃহত্তম কোম্পানিগুলির একটি।[৬][৭] ২০২০ সালের শেষে এসে এটি (স্যামসাং ইলেকট্রনিক্স ও ইন্টেল কর্পোরেশনকে অতিক্রম করে) বাজার পুঁজিভবনের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে মূল্যবান অর্ধপরিবাহী কোম্পানিতে পরিণত হয়।[৮] এটি বিশ্বের বৃহত্তম নিবেদিত ও স্বাধীন একমুখী অর্ধপরিবাহী ঢালাই প্রতিষ্ঠান (পিওর-প্লে))।[৯] কোম্পানিটির প্রধান কার্যালয় তাইওয়ানের শিঞ্চু নগরীর শিঞ্চু বিজ্ঞান উদ্যান এলাকাতে অবস্থিত। এটির সিংহভাগ মালিকানা বিদেশী বিনিয়োগকারীদের হাতে।[১০] ২০২০ সালের তথ্য অনুযায়ী টিএসএমসি-র বৈশ্বিক উৎপাদন ক্ষমতা প্রায় ১ কোটি ৩০ লক্ষটি ৩০০ মিলিমিটার "ওয়েফার" (বহুসংখ্যক সমন্বিত বর্তনীবিশিষ্ট সিলিকন চাকতি)। এটি ক্রেতাদের জন্য ২ মাইক্রোমিটার থেকে ৫ ন্যানোমিটার প্রক্রিয়া-গ্রন্থি পর্যন্ত সমন্বিত বর্তনী বা সিলিকন চিলতে উৎপাদন করে থাকে। টিএসএমসি ৭ ন্যানোমিটার প্রক্রিয়া ও ৫ ন্যানোমিটার প্রক্রিয়ার সমন্বিত বর্তনীর উৎপাদন ক্ষমতাবিশিষ্ট প্রথম কোম্পানি ছিল। এটি চরম অতিবেগুনী প্রস্তরলিখন (এক্সট্রিম আলট্রাভায়োলেট লিথোগ্রাফি) প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়িক পর্যায়ের উচ্চ পরিমাণে সমন্বিত বর্তনী উৎপাদন করা প্রথম কোম্পানি ছিল।