টিয়া সরকার Tiya Sircar | |
---|---|
জন্ম | ফোর্ট ওয়াস, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র | ১৬ মে ১৯৮২
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৭ - বর্তমান |
টিয়া সরকার (ইংরেজি: Tiya Sircar; জন্ম ১৬ মে ১৯৮২) একজন বাঙালী বংশোদ্ভূত হলিউড অভিনেত্রী। টিয়া সরকার প্রধানত হলিউড চলচ্চিত্র দি ইন্টার্নশিপ, ১৭ অ্যাগেইন এবং ধারাবাহিক দ্য ভাম্পায়ার ডাইরিজ ইত্যাদিতে তার অভিনয়ের জন্য পরিচিত।[১] তিনি আনোখী ম্যাগাজিনের ৭ম বার্ষিকী সংখ্যায় সেক্সি অ্যান্ড সাকসেসফুল ইন ২০১০ হিসাবে মনোনয়ন পান।[তথ্যসূত্র প্রয়োজন]
টিয়া সরকার টেক্সাসের ফোর্ট ওয়ার্থে ভারতীয় বাঙালী হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা-বাবা দুজনই কলেজ অধ্যপক; টিয়া তিন বছর বয়সেই কলা বিষয়ে শেখা শুরু করেন। তিনি প্রথমে নৃত্য শেখা শুরু করলেও, পরে তিনি অভিনয়কেই পেশে হিসাবে গ্রহণ করেন। টিয়া সরকার টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা এবং মঞ্চ ও নৃত্য বিষয়ক দুটি ডিগ্রী লাভ করেন। তিনি কলেজের পড়াশোনা শেষ করে লস অ্যাঞ্জেলসে যান তার অভিনয়ের স্বপ্ন বাস্তবে পরিণত করতে।[২]
টিয়া বাংলার পাশাপাশি স্পেনীয়, ফরাসী ও ইটালীয় ভাষায়ও কথা বলতে পারেন।[তথ্যসূত্র প্রয়োজন]
টিয়া সরকার হাউস এমডি, হানা মন্টানা, গ্রিক, মুনলাইট, নাম্বারস, প্রিভিলেড, টার্মিনেটর: দ্য সারাহ কনর ক্রনিকলসের মত ধারাবাহিকে অভিনয় করেন এবং ২০০৮ সালে দ্যা সুইট লাইফ অন ডেক নামক ধারাবাহিকেও অভিনয় করেন। তাছাড়া এই বছরগুলোতে তিনি কয়েকটি অ্যানিমেশন চরিত্রেও তার কণ্ঠদান করেন। নিউ লাইন পিক্চার্স তাকে ১৭ এগেইন চলচ্চিত্রে সামান্থা চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচন করে, যেখানে জ্যাক এফ্রোন প্রধান ভূমিকায় ছিলেন।[১][৩]
অভিনয় ছাড়াও টিয়া বিশেষভাবে কণ্ঠ-কর্মও পছন্দ করেন, বিশেষ করে আ্যনিমেশন চরিত্রের জন্য। তিনি ওয়াকিং উইথ ডাইনোসর নামের একটি অ্যানিমেশনে দুটি আলাদ চরিত্রের জন্য কণ্ঠ দেন;[৪] এবং ২০১৪ সালে শুরু হওয়া ডিজনি/লুকাস ফিল্মের টেলিভিশন সিরিজ স্টার ওয়ার রিবেলে সাবিন ওয়ারে চরিত্রে কণ্ঠ প্রদান করেন, যেখানে তার প্রদানকৃত কণ্ঠের চরিত্রটি একজন মান্ডালোরীয় এবং গ্রাফ্ফিটি বিশেষজ্ঞ।[৫]
২০১৪ সালের ২৪ মার্চ টিয়াকে হাও আউ মেট ইওর ড্যাডের প্রধান চরিত্রের জন্য ঘোষণা করা হয়।[৬][৭]
বছর | শিরোনাম | ভূমিকা | টীকা |
---|---|---|---|
২০০৫ | হ্যাভেনলি বিউটিজ | ভারতীয় নৃত্যশিল্পী | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০০৭ | দ্য ইনস্যাশেবল | লিসা | |
২০০৮ | দ্য রক পেপার সিজার্স শো | চেশিলি | স্বল্পদৈর্ঘ্য ভিডিও |
২০০৮ | উইংস অফ ফিয়ার | এমি | |
২০০৯ | হোটেল ফর ডগস | মারিয়ান্নে | |
২০০৯ | সেভেনটিন এগেইন | সামান্থা | |
২০০৯ | জাস্ট পেক | বেক্কা | |
২০১১ | ফ্রেন্ডস উইথ বেনেফিটস | উপস্থাপক | |
২০১২ | দ্য ডোমিনো ইফেক্ট | সিরিশা | |
২০১৩ | দ্য লস্ট মেডালিওন: দ্য এডভেঞ্চারাস অফ বিলি স্টোন | মহিয়া | |
২০১৩ | ব্রেকিং দ্য গার্লস | পাইপার স্পার্লিং | |
২০১৩ | দ্য ইনটার্নশিপ | নেহা পাটেল | |
২০১৩ | ওয়াকিং উইথ ডায়নোসর্স | জুনিপার (কণ্ঠ) | |
২০১৪ | মিস ইন্ডিয়া আমেরিকা | লিলি প্রসাদ | পূর্ণাঙ্গ |
বছর | শিরোনাম | ভূমিকা | টীকা |
---|---|---|---|
২০০৭ | এক্সেপ্টেবল ডট টিভি | রানিং রিয়ার | এপিসোড: "রেড কার্পেট ব্রোস/মিস্টার স্প্রিংকেলস/গার/হো'স গন্না ট্রেইন মি?/অপারেশন কিটেন ক্যালেন্ডার" |
২০০৭ | হাউজ | স্টুডেন্ট #১ | এপিসোড: "হিউম্যান ইরোর" |
২০০৭ | হানা মন্টানা | নাতাশা | এপিসোড: "একি জ্যাকি হার্ট: পর্ব ১" |
২০০৭ | মুনলাইট | ডাক্তার #২ | এপিসোড: "ড. ফীলগুড" |
২০০৮ | টারমিনেটর: দ্য সারাহ কনর ক্রনিকলস | জোয়ে | এপিসোড: "দ্য টার্ক" |
২০০৮ | গ্রীক | এমা | ২ এপিসোড |
২০০৮ | নাম্বারস | শাজা রফিক | এপিসোড: "হুয়েন ওয়ার্ল্ডস কলিড" |
২০০৮ | প্রিভিলেজ | প্রিসিআউস | এপিসোড: "অল এবাউট এপেয়ারেনসেস" |
২০০৮-০৯ | দ্য স্যুট লাইফ অন ডেক | পদ্মা | ২ এপিসোড |
২০০৯ | ফিনেয়াস অ্যান্ড ফার্ব | মিষ্টি (কণ্ঠ) | এপিসোড: "হাইড অ্যান্ড সিক/দ্যাট সিনকিং ফিলিং" |
২০১০ | মেক ইট অর ব্রেক ইট | মরগান ওয়েবস্টার | এপিসোড: "আর উই হ্যাভিং ফান ইয়েট?" |
২০১০ | বেটার উইথ ইউ | রীনা | এপিসোড: "পাইলট" |
২০১১ | দ্য ভ্যাম্পায়ার ডাইরিজ | এইমি ব্র্যাডলি | ৩ এপিসোড |
২০১১ | জর্জটাউন | হারপার হাওলে | আনএয়ার্ড এবিসি পাইলট |
২০১২ | এনসিআইএস | লরেন ডোনেলি | এপিসোড: "ফ্রিডম" |
২০১২ | টাচ | ভেরনিক / নান্দু | এপিসোড: "জোন অফ এক্সক্লুজন" |
২০১৩ | এমিলি ওয়েন্স, এম.ডি. | ক্লোয়ে | এপিসোড: "এমিলি অ্যান্ড... দ্য পারফেক্ট স্টর্ম" |
২০১৩ | বিটাস | দিব্যা | এপিসোড: "ওয়েটিং ফর এ গার্লস লাইক ইউ" |
২০১৩ | উইচেস অফ ইস্ট ইন্ড | এমি ম্যাথিউজ | আবৃত্ত ভূমিকা; ৪ এপিসোড |
২০১৪ | দ্য ক্রেজি ওয়ান্স | এলিই | ৩ এপিসোড |
২০১৪-১৫ | স্টার ওয়ারস রেবেলস | সাবিনা ওরেন | [৮] (voice role) |
বছর | শিরোনাম | ভূমিকা | টীকা |
---|---|---|---|
২০০৫ | ডিজনি ইনফিনিটি থ্রি পয়েন্ট জিরো | সাবিনা ওরেন | [৯] |