টেকনাফ | |
---|---|
শহর | |
বাংলাদেশে টেকনাফ শহরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২০°৫১′২৮″ উত্তর ৯২°১৭′৫১″ পূর্ব / ২০.৮৫৭৮৩৯° উত্তর ৯২.২৯৭৫১৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | টেকনাফ উপজেলা |
পৌর শহর | ২০০২ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | টেকনাফ পৌরসভা |
আয়তন | |
• মোট | ৩১.৫০ বর্গকিমি (১২.১৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫১,৪৪০ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
টেকনাফ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কক্সবাজার জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি টেকনাফ উপজেলার সদর। শহরটি টেকনাফ উপজেলার বৃহত্তম শহরাঞ্চল। টেকনাফ বাংলাদেশের সর্ব দক্ষিণের শহর।
বাংলাদেশ আদমশুমারী ২০১১ অনুযায়ী টেকনাফ. শহরের মোট জনসংখ্যা ৫১,৪৪০ জন যার মধ্যে ২৬,৫৮১ জন পুরুষ এবং ২৪,৮৫৯ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১০৭। শহরে মোট হোল্ডিং সংখ্যা রয়েছে ৯,৪১৫টি।[১]
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২০°৫১′২৮″ উত্তর ৯২°১৭′৫১″ পূর্ব / ২০.৮৫৭৮৩৯° উত্তর ৯২.২৯৭৫১৮° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৭ মিটার।[২]
২০০২ সালে টেকনাফ শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে টেকনাফ পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ১৬টি মহল্লায় বিভক্ত । ৩১.৫০ বর্গ কি.মি. আয়তনের টেকনাফ শহরের ৪.০৪ বর্গ কি.মি. এলাকাটি টেকনাফ পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৩]
টেকনাফ শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৩৭.৬ ভাগ।