টেন এ্যাকশন | |
---|---|
![]() | |
উদ্বোধন | সেপ্টেম্বর ২৩, ২০১০ |
মালিকানা | জি নেটওয়ার্ক |
চিত্রের বিন্যাস | ৪:৩ (৫৭৬আই, এসডিটিভি) |
দেশ | ভারত |
প্রচারের স্থান | মুম্বাই, ভারত |
পূর্বতন নাম | জি স্পোর্টস |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | টেন স্পোর্টস টেন ক্রিকেট টেন গলফ |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
ডিশ টিভি | চ্যানেল ৬৫০ |
হ্যাথঅ্যাওয়ে | চ্যানেল ১০৮ |
বিগ টিভি | চ্যানেল ৫১০ |
এয়ারটেল ডিজিটাল টিভি | চ্যানেল ২৩৪ |
টাটা স্কাই | চ্যানেল ৪১৭ |
ভিডিওকন ডিটুএই | চ্যানেল ৪১৩ |
ডায়লগ টিভি (শ্রীলঙ্কা) | চ্যানেল ৮৩ |
ক্যাবল | |
মিডিয়ানেট (মালদ্বীপ) | চ্যানেল ৩০৯ |
আইল্যান্ড টিভি (মালদ্বীপ) | চ্যানেল ১২ |
টেন এ্যাকশন (ইংরেজি: TEN Action); (পূর্বে হিসাবে পরিচিত জি স্পোর্টস এবং তারপর টেন এ্যাকশণ+) হল দক্ষিণ এশিয়ায় একটি ২৪-ঘণ্টার খেলাধুলাভিত্তিক টেলিভিশন চ্যানেল। চ্যানেলটি এসেল গ্রুপের অংশ যা তাজ টেলিভিসন ভারতের জী ইন্টারটেইন্টমেন্ট ইন্টারপ্রাইজের মালিকানাধীন। টেন এ্যাকশন হল টেন স্পোর্টস এবং টেন ক্রিকেট চ্যানেলের পরে নেটওয়ার্কটির দ্বারা চালুকৃত তৃতীয় চ্যানেল।
চ্যানেলটি ২০১০ সালের সেপ্টেম্বরে জি স্পোর্টস থেকে বদলে টেন এ্যাকশন নামকরণ করা হয়।[১] চ্যানেলে একচেটিয়াভাবে, উয়েফা চ্যাম্পিয়নস লীগ, ইউরোপ লীগ, স্কটিশ প্রিমিয়ার লিগ, সিরিই এ এবং দক্ষিণ এশিয়া, যদিও লা লিগা প্রত্যাবর্তিত হয়েছিল ২০১২-১৩ সিজনের অগ্রে ইএসপিএন-স্টার অধীনে।[২]