ইতিহাস বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
টোকারীয় জাতি বা তোখারীয় জাতি একটি প্রাচীন জনগোষ্ঠী যারা তারিম অববাহিকা অঞ্চলে বসবাস করতো। তারা টোকারীয় নামে একটি বিলুপ্ত ইন্দো-ইউরোপীয় ভাষায় কথা বলতো।[১] তারা যে অঞ্চলে বাস করতো (তোখারিস্তান), তা অন্যান্য ইন্দো-ইউরোপীয় ভাষাভাষী অঞ্চলের তুলনায় দূরপ্রাচ্যের অধিক নিকটবর্তী ছিল।