ট্রিপ হকিংস | |
---|---|
জন্ম | তৃতীয় উইলিয়ান মুরে হকিংস ২৮ ডিসেম্বর ১৯৫৩[১] পাসাডিনা, ক্যালিফোর্নিয়া |
মাতৃশিক্ষায়তন | হাভার্ড স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (এম.বি.এ.)[২] |
পেশা | ব্যবসায়ী |
নিয়োগকারী | ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | ইলেক্টরনিক আরটস এর প্রতিষ্ঠাতা থ্রি ডি ও কোম্পানির প্রতিষ্ঠাতা |
বোর্ড সদস্য | ইলেকট্রনিক আর্টস |
ট্রিপ হকিংস (জন্মঃ ২৮ ডিসেম্বর, ১৯৫৩) হলেন একজন আমেরিকান ব্যবসায়ী এবং ইলেকট্রনিক আর্টস ও থ্রি ডি ও কোম্পানির প্রতিষ্ঠাতা।
ইলেকট্রনিক আর্টস প্রতিষ্ঠানটি তৈরির আগে হকিংস ১৯৮২ সাল পর্যন্ত অ্যাপল কম্পিউটারে মার্কেটিং এর দায়িত্বে ছিলেন। হকিংস এর নেতৃত্বে প্রতিষ্ঠানটি অনেক সাফল্য পায়।