ডিপিকেজি

ডিপিকেজি
মূল উদ্ভাবকল্যান মারডক
উন্নয়নকারীডিপিকেজি ডেভেলপার
প্রাথমিক সংস্করণজানুয়ারি ১৯৯৪; ৩০ বছর আগে (1994-01)[]
স্থিতিশীল সংস্করণ
১.১৮.২৫[] / ২৬ জুন ২০১৮; ৬ বছর আগে (2018-06-26)
পূর্বরূপ সংস্করণ
১.১৯.০.৫[] / ১৭ জানুয়ারি ২০১৮; ৬ বছর আগে (2018-01-17)
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতসি, সি++, পার্ল[]
অপারেটিং সিস্টেমইউনিক্স-সদৃশ, পসিক্স
ধরনপ্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম
লাইসেন্সগ্নু জেনারেল পাবলিক লাইসেন্স
ওয়েবসাইটwiki.debian.org/Teams/Dpkg

ডিপিকেজি (ইংরেজি: dpkg) সফটওয়্যারটি ডেবিয়ান প্যাকেজ ব্যবস্থাপনা সিস্টেমের মূল অংশ হিসাবে ব্যবহৃত হয়। .deb ফরম্যাটের প্যাকেজসমূহ ইনস্টল, অপসারণ সহ অন্যন্য বেশ কিছু কাজে dpkg ব্যবহার করা হয়।[]

dpkg একটি লো লেভেল টুল। বিভিন্ন স্থানের প্যাকেজ ব্যবস্থাপনা এবং সমন্বয়ের কাজটি আরও সহজ পদ্ধতিতে করার ক্ষেত্রে এপিটি এর মত টুল ব্যবহার করা হয়। এছাড়া aptitude অথবা synaptic এত মত বেশ কিছু টুল রয়েছে যা বর্তমানে ডিপিকেজি এর বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। এসকল টুল এর ব্যবহার বান্ধব ইন্টারফেস এবং বিভিন্ন প্যাকেজের মধ্যে জটিল সম্পর্ক সমন্বয়ের কাজ ডিপিকেজি এর থেকে আরও কার্যকরভাবে সম্পন্ন করতে পারে।

ডেবিয়ান প্যকেজ "ডিপিকেজি" এর মাধ্যমে ডিপিকেজি প্রোগ্রামটি ব্যবহার করা যায়। তবে প্যাকেজ ব্যবস্থাপনার কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য আরও কিছু প্যাকেজ ব্যবহার করতে হয়, এর মধ্যে রয়েছে dpkg-statoverride, dpkg-divert এবং update-alternatives। বর্তমানে "dpkg-dev" প্যাকেজটির মাধ্যমে ডিপিকেজি এরং সংস্লিষ্ট প্যাকেজ ব্যবস্থাপনার প্রোগ্রামসহূহ ব্যবহার করা যায়।

ইতিহাস

[সম্পাদনা]

ব্যবহারিক উদাহরণ

[সম্পাদনা]

.deb প্যাকেজ ইনস্টল করতে লিখুন:

dpkg -i debFileName

এখানে debFileName এর পরিবর্তে, ডেবিয়ান সফটওয়্যার প্যাকেজটির নাম লিখতে হবে।

ইনস্টল করা প্যাকেজসমূহের তালিকা পেতে লিখুন:

dpkg -l [optional pattern]

কোনো প্যাকেজ মুছে ফেলতে লিখুন:

dpkg -r packagename

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; first-release নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. http://metadata.ftp-master.debian.org/changelogs/main/d/dpkg/stable_changelog
  3. http://metadata.ftp-master.debian.org/changelogs/main/d/dpkg/unstable_changelog
  4. "dpkg on git.dpkg.org"। Dpkg Developers। ২০১৮-০৭-১৫। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-১৫ 
  5. http://packages.ubuntu.com/lucid/dpkg

বহিঃসংযোগ

[সম্পাদনা]