![]() | |
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশীট |
মালিক | অ্যাসোসিয়েটেড নিউজপেপারস অফ সিলন লিমিটেড |
সম্পাদক | ললিথ আল্লাহক্কুন |
প্রতিষ্ঠাকাল | ১৯১৮ |
ভাষা | ইংরেজি |
সদর দপ্তর | ৩৫, ডি. আর. উইজেবর্দেনা মাওয়াথা, কলম্বো ১০, শ্রীলঙ্কা |
প্রচলন | ৮৮,০০০ |
সহোদর সংবাদপত্র | সানডে অবজারভার ডিনামিনা সিলুমিনা থিনাকরণ |
ওয়েবসাইট | dailynews.lk |
ডেইলি নিউজ হল শ্রীলঙ্কার একটি ইংরেজি ভাষার সংবাদপত্র। এটি এখন সরকারি মালিকানাধীন কর্পোরেশন অ্যাসোসিয়েটেড নিউজপেপারস অফ সিলন লিমিটেড (লেক হাউস) দ্বারা প্রকাশিত হয়। পত্রিকাটি ১৯১৮ সালের ৩ জানুয়ারি প্রকাশনা শুরু করে। [১] ডি. আর. উইজেবর্দেনা ছিলেন এর প্রতিষ্ঠাতা।